জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন মো. ইব্রাহীম খলিল নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেন।
তার তিন দফা দাবি হলো— প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন (এমআরআই, এক্স-রে, সিটি স্ক্যানসহ) পূর্ণাঙ্গ মেডিকেলে রূপান্তর এবং চলতি অর্থবছরের মধ্যেই উল্লিখিত দাবিগুলো বাস্তবায়ন।
অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ইব্রাহীম খলিল সংবাদকে বলেন, "গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করলে তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাস্ক দেওয়া হয়, কিন্তু তখন দেখা যায় সিলিন্ডারে অক্সিজেন নেই। এটি খুবই দুঃখজনক ও বিপজ্জনক। ক্যাম্পাসের মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স ব্যবস্থার উন্নয়ন জরুরি। তাই আমি এসব দাবি জানিয়ে এখানে বসেছি এবং প্রশাসনের কাছে লিখিত আবেদনও করেছি। দাবি না মানা পর্যন্ত আমি কর্মসূচি চালিয়ে যাব।"
আগামীকাল আবার সকাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে বিকাল সাড়ে ৪ টায় ইব্রাহিম খলিল অবস্থান কর্মসূচি থেকে উঠে যায়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সংবাদকে বলেন, “আমরা সাধ্যমতো মেডিকেল সেন্টারকে আধুনিক করার চেষ্টা অবশ্যই করছি।”
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব