জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ।
বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রায় ২০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। তবে, দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করতে সম্পূর্ণ সক্ষম নয়। এ পরিস্থিতিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যা বর্তমান বাস্তবতায় অত্যন্ত প্রয়োজনীয় ও যৌক্তিক।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয ছাত্র অধিকার পরিষদ উক্ত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। একইসাথে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, দাবি মেনে না নেওয়া হলে সংগঠন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
ছাত্র অধিকারের তিন দফা দাবি:
১. প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করতে হবে। অর্থাৎ ২০,০০০ শিক্ষার্থীর জন্য মোট ১৩টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টারে রূপান্তর করতে হবে, যেখানে এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে।
৩. উপর্যুক্ত দুইটি দাবি চলতি অর্থবছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
এদিকে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন মো. ইব্রাহীম খলিল নামের এক শিক্ষার্থী।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনের দাবিতে তিন দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ।
বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রায় ২০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। তবে, দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করতে সম্পূর্ণ সক্ষম নয়। এ পরিস্থিতিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন, যা বর্তমান বাস্তবতায় অত্যন্ত প্রয়োজনীয় ও যৌক্তিক।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয ছাত্র অধিকার পরিষদ উক্ত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। একইসাথে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, দাবি মেনে না নেওয়া হলে সংগঠন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
ছাত্র অধিকারের তিন দফা দাবি:
১. প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করতে হবে। অর্থাৎ ২০,০০০ শিক্ষার্থীর জন্য মোট ১৩টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারকে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টারে রূপান্তর করতে হবে, যেখানে এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে।
৩. উপর্যুক্ত দুইটি দাবি চলতি অর্থবছরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
এদিকে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করছেন মো. ইব্রাহীম খলিল নামের এক শিক্ষার্থী।