সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

পাঁচ বছর পর ডাকসু নির্বাচন, ভোট ৯ সেপ্টেম্বর

image

পাঁচ বছর পর ডাকসু নির্বাচন, ভোট ৯ সেপ্টেম্বর

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। এ তালিকায় আপত্তি গ্রহণের শেষ সময় ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় ১৯ আগস্ট। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক শামীম রেজাসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পাঁচ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০ জুলাই ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছিল যে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সিনেট ভবনে নির্বাচনের অংশীজনদের সঙ্গে চূড়ান্ত সভায় ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই কেন্দ্রগুলো হলো—

কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হল

শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল

সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল

সভায় জানানো হয়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, তারা এই নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, হল প্রাধ্যক্ষ, ডিন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৩৭ বার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ২৯টি হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলে। স্বাধীনতার পর ৫৩ বছরে মাত্র ৮টি নির্বাচন হয়েছে।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও গত সাড়ে তিন দশকে মাত্র একবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে। ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছর পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব ছিল না।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডাকসু নির্বাচনের দাবি ফের জোরালো হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» দ্বিতীয় দিনের মতো শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা

» ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত