সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ০৩ আগস্ট ২০২৫

ডিপিপি অনুমোদনের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা শিক্ষার্থী-শিক্ষকদের

image

ডিপিপি অনুমোদনের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা শিক্ষার্থী-শিক্ষকদের

রোববার, ০৩ আগস্ট ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে আবারও সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেই নিজস্ব ক্যাম্পাস, ভবন বা সুযোগ-সুবিধা। সরকারের প্রতিষ্ঠান হয়েও এতো বছর ধরে অবহেলার শিকার হচ্ছে। ৯ বছর ধরে ধুঁকতে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদনে সরকারি নির্লিপ্ততা শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত।”

তিনি আরও বলেন, “ঢাকার বাইরের একটি বিশ্ববিদ্যালয় হওয়ায় কি সরকারের নজরে আসছে না—এমন প্রশ্ন এখন জোরালো হচ্ছে।”

বিক্ষোভে অন্য বক্তারাও বলেন, দীর্ঘদিন ধরে ডিপিপির অনুমোদন নিয়ে অবহেলা ও কালক্ষেপণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা হতাশ ও ক্ষুব্ধ। ২৪ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

তাঁরা প্রশ্ন তোলেন, “কেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাস্তায় নামতে হবে একটি ক্যাম্পাসের দাবিতে?” পাশাপাশি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও শিক্ষার্থীদের প্রতি সরকারের মনোযোগ প্রত্যাশা করেন।

বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় ১০ আগস্ট পর্যন্ত টানা সাত দিনব্যাপী মহাসড়কে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এই বিক্ষোভের সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে তাঁর রেখে যাওয়া ২২৫ একর জায়গায় ২০১৬ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটিতে ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী রয়েছেন।

শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা বাড়িতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। সুবিধার অভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ক্যাম্পাস নির্মাণে প্রকল্প জমা দিলেও সেটি এখনো অনুমোদন পায়নি।

সবশেষ ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়, যা একনেকে অনুমোদনের নীতিগত পর্যায়ে ছিল।

চলতি বছরের ১৬ জুন প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিদর্শন শেষে তিনি এই স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না করার প্রস্তাব দেন।

ডিপিপি অনুমোদন না হওয়ায় দীর্ঘদিন ধরেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নানা কর্মসূচির মাধ্যমে তাঁদের দাবি, ক্ষোভ ও হতাশার কথা জানিয়ে আসছেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» দ্বিতীয় দিনের মতো শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা

» ঢাবিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত