ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রথম প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান ৩১টি সম্ভাব্য পদের জন্য তাদের প্যানেলের নাম ঘোষণা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন খায়রুল আহসান মারজান এবং সহ-সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হবেন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
ঘোষিত প্যানেলের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন:
আবু বকর (শিক্ষা ও গবেষণা), মোহাম্মদ আলী (ইসলামিক স্টাডিজ), প্লাবন আহমেদ (ইইই), আ. রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ), জুরাইয়া আক্তার (মলিকুলার সায়েন্স), ইলিয়াস তালুকদার (আইবি), মুঈনুল ইসলাম (ইসলামের ইতিহাস), ইয়াসিন আরাফাত (সমাজবিজ্ঞান), ইমরান হোসাইন (ব্যাংকিং), ইসমাইল হোসাইন (ইসলামের ইতিহাস), সাব্বির আহমেদ (ইতিহাস), মানসুরুল হক শান্ত (ফিন্যান্স), মোসা. হাবিবা (ভাষাবিজ্ঞান), শাহরিয়ার জাবির (আইন), ওমর ফারুক (ইসলামিক স্টাডিজ), আফজাল হোসাইন সিয়াম (আরবি), নূরুল জান্নাত মান্না (আরবি), ইকরামুল কবির (ইসলামিক স্টাডিজ), আরিয়ান মাহমুদ রাসেল (ইসলামিক স্টাডিজ), মোহাম্মদ রিয়াদ (ওএসএল), রেজাউল করিম (আরবি), এরফান মোহাম্মদ (জার্নালিজম), জাকিয়া মুন (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন), আব্দুর রহিম (ইসলামিক স্টাডিজ) এবং আব্দুর রহমান মাহফুজ (ইসলামিক স্টাডিজ)।
নির্বাচনী অঙ্গীকার
নাহিয়ান বলেন, “আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা বা এসির ব্যবস্থা, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজড করা, নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত, শতভাগ আবাসন সুবিধা এবং গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ডিজিটাল লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, অনলাইন ক্লাস ও পরীক্ষার সিস্টেম আরও আধুনিক করা হবে। বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন করা হবে। মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সেলিং চালু, ক্যারিয়ার গাইডেন্স, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ছাত্ররাজনীতিতে সহাবস্থান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
ডাকসু নির্বাচনের তফসিল
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
* ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,
* ১২ থেকে ১৮ আগস্ট মনোনয়নপত্র বিতরণ,
* ১৯ আগস্ট জমাদান,
* ২০ আগস্ট বাছাই,
* ২১ আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ,
* ২৫ আগস্ট মনোনয়ন প্রত্যাহার এবং
* ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
---