রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতসহ তিন দফা দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জোটের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাকসু কোষাধ্যক্ষের কাছে লিখিতভাবে স্মারকলিপি দেন। পরে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানানো হয়।
জোটের অন্যতম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমাদের দাবি—
১. রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন
২. সাম্প্রতিক কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় বোমা বিস্ফোরণ এবং ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত ও বিচার
৩. সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন এবং নির্বাচনকে ঘিরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “২৮ জুলাই ঘোষিত তফসিলে ভোটকেন্দ্র হিসেবে আবাসিক হলগুলোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা চাই না ২০১৮ সালের ডাকসু নির্বাচনের মতো এখানে হলে হলে ভুয়া ভোটার, বিভ্রান্তি এবং টাকার বিনিময়ে আধিপত্য বিস্তারের চেষ্টা হোক।”
জুলাই মাসে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতির প্রসঙ্গ তুলে ফুয়াদ বলেন, “ছাত্রলীগের নিয়ন্ত্রণ কিছুটা কমলেও এখনো ক্যাম্পাসে সহিংসতার আশঙ্কা আছে। কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ বা ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় কোনো বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “আমরা চাই, রাকসু নির্বাচন হোক অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। সে লক্ষ্যে প্রশাসনের কাছে আমাদের এই যৌক্তিক দাবি জানানো হয়েছে।”
---
শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতসহ তিন দফা দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোট।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জোটের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাকসু কোষাধ্যক্ষের কাছে লিখিতভাবে স্মারকলিপি দেন। পরে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা জানানো হয়।
জোটের অন্যতম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমাদের দাবি—
১. রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপন
২. সাম্প্রতিক কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় বোমা বিস্ফোরণ এবং ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত ও বিচার
৩. সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন এবং নির্বাচনকে ঘিরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “২৮ জুলাই ঘোষিত তফসিলে ভোটকেন্দ্র হিসেবে আবাসিক হলগুলোর কথা বলা হয়েছে। কিন্তু আমরা চাই না ২০১৮ সালের ডাকসু নির্বাচনের মতো এখানে হলে হলে ভুয়া ভোটার, বিভ্রান্তি এবং টাকার বিনিময়ে আধিপত্য বিস্তারের চেষ্টা হোক।”
জুলাই মাসে ঘটে যাওয়া সহিংস পরিস্থিতির প্রসঙ্গ তুলে ফুয়াদ বলেন, “ছাত্রলীগের নিয়ন্ত্রণ কিছুটা কমলেও এখনো ক্যাম্পাসে সহিংসতার আশঙ্কা আছে। কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ বা ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় কোনো বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে।”
তিনি বলেন, “আমরা চাই, রাকসু নির্বাচন হোক অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। সে লক্ষ্যে প্রশাসনের কাছে আমাদের এই যৌক্তিক দাবি জানানো হয়েছে।”
---