বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে সাড়া না মেলায় রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বিভিন্ন স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর কমিউটার ট্রেন আটকা পড়ে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি, পশুপালন অনুষদের শিক্ষার্থী এ এইচ এম হিমেল দুপুর ২টার মধ্যে প্রশাসনকে ছয় দফার আল্টিমেটাম দেন। দাবিগুলোর মধ্যে ছিল উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্যে ক্ষমা চাওয়া, শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ ফিরিয়ে দেওয়া, হলগুলোতে সব সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, বহিরাগত ‘সন্ত্রাসী’ ও জড়িত শিক্ষকদের শাস্তি এবং অবিলম্বে ‘কম্বাইন্ড ডিগ্রি’ প্রদান।
শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, যৌক্তিক দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে। এসব দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসন দাবি মেনে নিলেই অবরোধ প্রত্যাহার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
এর আগে রোববার দিনভর প্রায় দুইশ শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এর পর রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে সমবেত হন এবং ছয় দফার আল্টিমেটাম ঘোষণা করেন।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
বহিরাগতদের হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে সাড়া না মেলায় রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে বিভিন্ন স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর কমিউটার ট্রেন আটকা পড়ে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি, পশুপালন অনুষদের শিক্ষার্থী এ এইচ এম হিমেল দুপুর ২টার মধ্যে প্রশাসনকে ছয় দফার আল্টিমেটাম দেন। দাবিগুলোর মধ্যে ছিল উপাচার্য অধ্যাপক এ কে এম ফজলুল হক ভূঁইয়ার প্রকাশ্যে ক্ষমা চাওয়া, শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ ফিরিয়ে দেওয়া, হলগুলোতে সব সুবিধা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ, বহিরাগত ‘সন্ত্রাসী’ ও জড়িত শিক্ষকদের শাস্তি এবং অবিলম্বে ‘কম্বাইন্ড ডিগ্রি’ প্রদান।
শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, যৌক্তিক দাবিতে আন্দোলন চালানো হচ্ছে। বহিরাগতদের দিয়ে হামলা চালানো হয়েছে। এসব দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রশাসন দাবি মেনে নিলেই অবরোধ প্রত্যাহার করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
এর আগে রোববার দিনভর প্রায় দুইশ শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এর পর রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে ওই নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে সমবেত হন এবং ছয় দফার আল্টিমেটাম ঘোষণা করেন।