ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘনিয়ে আসার আগে প্রার্থিতা চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন, কেন নির্বাচন প্রায় ঘনিয়ে আসার মুহূর্তে হাই কোর্টে রিট আবেদন করা হলো।
উমামা ফাতেমা বলেন, ভোটার তালিকা ১১ অগাস্ট প্রণয়ন এবং প্রার্থী প্রত্যাহারের সময় ২৫ অগাস্ট পর্যন্ত থাকলেও হঠাৎ শেষ মুহূর্তে রিট আবেদনের মাধ্যমে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।
ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন প্যানেলের মধ্যে ভোট লড়াইয়ে নামা প্রার্থীদের মধ্যে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট করেছিলেন। হাই কোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। পরে চেম্বার আদালত আদেশ স্থগিত করে নির্বাচনকে স্বাভাবিক করেছে।
উমামা ফাতেমা বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির হাতিয়ার বানানো যাবে না। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নির্বাচনকে শিক্ষার্থীদের কল্যাণ ও স্বায়ত্তশাসন রক্ষার মাধ্যম হিসেবে দেখতে চায়।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘনিয়ে আসার আগে প্রার্থিতা চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন, কেন নির্বাচন প্রায় ঘনিয়ে আসার মুহূর্তে হাই কোর্টে রিট আবেদন করা হলো।
উমামা ফাতেমা বলেন, ভোটার তালিকা ১১ অগাস্ট প্রণয়ন এবং প্রার্থী প্রত্যাহারের সময় ২৫ অগাস্ট পর্যন্ত থাকলেও হঠাৎ শেষ মুহূর্তে রিট আবেদনের মাধ্যমে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তিনি এটিকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।
ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন প্যানেলের মধ্যে ভোট লড়াইয়ে নামা প্রার্থীদের মধ্যে ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেল এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট করেছিলেন। হাই কোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। পরে চেম্বার আদালত আদেশ স্থগিত করে নির্বাচনকে স্বাভাবিক করেছে।
উমামা ফাতেমা বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির হাতিয়ার বানানো যাবে না। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নির্বাচনকে শিক্ষার্থীদের কল্যাণ ও স্বায়ত্তশাসন রক্ষার মাধ্যম হিসেবে দেখতে চায়।