পুলিশ, শিক্ষক, ছাত্র ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ডিএমপির মিটিংয়ে উপস্থিত ছিলেন: ডিসি তালেবুর
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন বলে জানিয়েছেন, ডিসি মিডিয়া তালেবুর রহমান।
সভাপতির বক্তব্যে কমিশনার বলেছেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনারের দেয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য আমরাও প্রস্তুত। যারা ডাকসু নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডাকসু নির্বাচন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হব।
সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর অন্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান (ডিবিপ্রধান) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ট্রাফিক জিল্লুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন, ডাকসু নির্বাচন কমিশনের সহযোগী রিটানিং অফিসারগণ, ছাত্রপ্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ, শিক্ষক, ছাত্র ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ডিএমপির মিটিংয়ে উপস্থিত ছিলেন: ডিসি তালেবুর
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন বলে জানিয়েছেন, ডিসি মিডিয়া তালেবুর রহমান।
সভাপতির বক্তব্যে কমিশনার বলেছেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনারের দেয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য আমরাও প্রস্তুত। যারা ডাকসু নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডাকসু নির্বাচন নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হব।
সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ ডাকসু নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর অন্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান (ডিবিপ্রধান) শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার ট্রাফিক জিল্লুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন, ডাকসু নির্বাচন কমিশনের সহযোগী রিটানিং অফিসারগণ, ছাত্রপ্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।