ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় দুই দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময়ও বাড়ানো হবে জানানো হয়।
আজ বিকেল ৫ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হয়েছে। আর বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময় (সোমবার) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর ফলে কালকেও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে। ফলে তারও ডোপ টেস্ট প্রয়োজন। সে বিষয়টি মাথায় রেখে পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে ডোপ টেস্টের সময় বাড়ানো হবে।’
এর আগে সোমবার দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জরুরি মিটিংয়ে সব সংগঠনের মতামতের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। তবে আলোচনার শুরুতেই হট্টগোল হওয়ায় ‘ওয়াক আউট’ করে বেরিয়ে যায় বাম সংগঠন, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় দুই দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময়ও বাড়ানো হবে জানানো হয়।
আজ বিকেল ৫ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হয়েছে। আর বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘ডোপ টেস্টের নমুনা সংগ্রহের সময় (সোমবার) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর ফলে কালকেও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে। ফলে তারও ডোপ টেস্ট প্রয়োজন। সে বিষয়টি মাথায় রেখে পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে ডোপ টেস্টের সময় বাড়ানো হবে।’
এর আগে সোমবার দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জরুরি মিটিংয়ে সব সংগঠনের মতামতের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। তবে আলোচনার শুরুতেই হট্টগোল হওয়ায় ‘ওয়াক আউট’ করে বেরিয়ে যায় বাম সংগঠন, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।