ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নবীন শিক্ষার্থীদের কথা ভেবে মনোনয়নপত্র বিতরণের সময় আরও ১দিন বাড়িয়ে পুনবিন্যাসিত তফসিল ঘোষণা করা হয়েছে। তবে ভোটের দিন ২৫ সেপ্টেম্বরই রাখা হয়েছে। এই নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচনী তফসিল পরিবর্তন করলো রাকসু নির্বাচন কমিশন।
মঙ্গলবার,(০২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক জরুরী সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম। ছাত্রসংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে দুপুরে সভায় বসে নির্বাচন কমিশন। কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবী ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তারা নির্বাচনে প্রার্থিতাও ঘোষণা করতে পারবে। তাদের কথা ভেবে মনোনয়নপত্র বিতরণের সময় আরো ১ দিন বাড়ানো হয়েছে।’
পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী, ৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর; প্রাথমিক তালিকা সম্পর্কে শিক্ষার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর। আর পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, গত রোববার ছাত্রদল প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি এবং মনোনয়ন উত্তোলন কার্যক্রমকে ঘিরে ক্যাম্পাস উত্তাপ্ত হয়ে ওঠে। সেদিন বিকালে সংবাদ সম্মেলন করে শাখা ইসলামী ছাত্রশিবিরও ছাত্রদলের প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবির সাথে একমত হয়। সর্বশেষ, গতকাল সোমবার প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিসহ দুই দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।
নির্বাচনী তফসিল এর আগে ৫ বার পরিবর্তিত হয়। প্রথম তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ছিল ভোট। পরে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়, যা দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় সমালোচনার জন্ম দেয়। সেদিন আবার আলোচনায় বসে ভোট গ্রহণের নতুন তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করে একদিনে দুবার তফসিল পরিবর্তন করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নবীন শিক্ষার্থীদের কথা ভেবে মনোনয়নপত্র বিতরণের সময় আরও ১দিন বাড়িয়ে পুনবিন্যাসিত তফসিল ঘোষণা করা হয়েছে। তবে ভোটের দিন ২৫ সেপ্টেম্বরই রাখা হয়েছে। এই নিয়ে ষষ্ঠবারের মতো নির্বাচনী তফসিল পরিবর্তন করলো রাকসু নির্বাচন কমিশন।
মঙ্গলবার,(০২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এক জরুরী সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম। ছাত্রসংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে দুপুরে সভায় বসে নির্বাচন কমিশন। কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবী ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তারা নির্বাচনে প্রার্থিতাও ঘোষণা করতে পারবে। তাদের কথা ভেবে মনোনয়নপত্র বিতরণের সময় আরো ১ দিন বাড়ানো হয়েছে।’
পুনর্বিন্যাসিত তফসিল অনুযায়ী, ৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর; প্রাথমিক তালিকা সম্পর্কে শিক্ষার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর। আর পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে, গত রোববার ছাত্রদল প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি এবং মনোনয়ন উত্তোলন কার্যক্রমকে ঘিরে ক্যাম্পাস উত্তাপ্ত হয়ে ওঠে। সেদিন বিকালে সংবাদ সম্মেলন করে শাখা ইসলামী ছাত্রশিবিরও ছাত্রদলের প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবির সাথে একমত হয়। সর্বশেষ, গতকাল সোমবার প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিসহ দুই দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল।
নির্বাচনী তফসিল এর আগে ৫ বার পরিবর্তিত হয়। প্রথম তফসিল অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ছিল ভোট। পরে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়, যা দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় সমালোচনার জন্ম দেয়। সেদিন আবার আলোচনায় বসে ভোট গ্রহণের নতুন তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করে একদিনে দুবার তফসিল পরিবর্তন করা হয়।