ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
তিন দিনেও কাটেনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড়ে পৌণে বারটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে।
এতে রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে থাকে। এতে হাজার হাজার রেল যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি আমলে না নেয়ায় দুপুরের দিকে এক পর্যায় শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে প্রশাসনিক ভবনের কোষাধ্যক্ষের কার্যালয়সহ ক্যাম্পাসে অবিস্থিত ব্যাংক-বীমা কার্যালয়েও তালা লাগিয়ে দেয়। সেই সঙ্গে লাগাতার রেলপথ অবরোধের ঘোষণা দেয় তারা।
মঙ্গলবার বিকেলে আন্দোলনের তিন দিন পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আলীম বিকেলে ভেটেরিনারী অনুষদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত ৩১ আগস্ট রাতে শিক্ষকদের মিলনায়তনে দীর্ঘক্ষণ আটক রাখার পর শিক্ষকর্থীদের উপর হামলা করে মিলনায়তনের তালা ভেঙে বহিরাগতরা শিক্ষকদের উদ্ধার করে। এ সময় আমরা আটক থেকে বের হয়ে দেখি যারা আমাদের উদ্ধার করেছে তাদের আমরা চিনতে পারিনি। তবে এ ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ কর্ম দিবসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করলে হামলাকারীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নি:শর্ত আলোচনার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা রাজি হলে রাতেই চলমান সমস্যা সমাধানে আলোচনায় বসা হবে।
এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবো তবে আলোচনা ফলপ্রসু না হলে আন্দোলন চালিয়ে যাবো।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে রেল অবরোধ প্রত্যাহার করে। পরে ছয়টার থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েল পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে দুই অনুষদের একত্রে কম্বাইন্ড ডিগ্রির প্রদানের আন্দোলন চলে আসছিল।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
তিন দিনেও কাটেনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের জব্বারের মোড়ে পৌণে বারটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রাখে।
এতে রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে থাকে। এতে হাজার হাজার রেল যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি আমলে না নেয়ায় দুপুরের দিকে এক পর্যায় শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে প্রশাসনিক ভবনের কোষাধ্যক্ষের কার্যালয়সহ ক্যাম্পাসে অবিস্থিত ব্যাংক-বীমা কার্যালয়েও তালা লাগিয়ে দেয়। সেই সঙ্গে লাগাতার রেলপথ অবরোধের ঘোষণা দেয় তারা।
মঙ্গলবার বিকেলে আন্দোলনের তিন দিন পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আলীম বিকেলে ভেটেরিনারী অনুষদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত ৩১ আগস্ট রাতে শিক্ষকদের মিলনায়তনে দীর্ঘক্ষণ আটক রাখার পর শিক্ষকর্থীদের উপর হামলা করে মিলনায়তনের তালা ভেঙে বহিরাগতরা শিক্ষকদের উদ্ধার করে। এ সময় আমরা আটক থেকে বের হয়ে দেখি যারা আমাদের উদ্ধার করেছে তাদের আমরা চিনতে পারিনি। তবে এ ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাঁচ কর্ম দিবসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করলে হামলাকারীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে নি:শর্ত আলোচনার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা রাজি হলে রাতেই চলমান সমস্যা সমাধানে আলোচনায় বসা হবে।
এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবো তবে আলোচনা ফলপ্রসু না হলে আন্দোলন চালিয়ে যাবো।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে রেল অবরোধ প্রত্যাহার করে। পরে ছয়টার থেকে রেল চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েল পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বেশ কিছুদিন ধরে দুই অনুষদের একত্রে কম্বাইন্ড ডিগ্রির প্রদানের আন্দোলন চলে আসছিল।