ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে মাহিন সরকার তাঁর সমর্থকদের উদ্দেশ করে বলেন, “প্রার্থিতা যেহেতু বাতিল করা সম্ভব নয়, তাই লিস্টে আমার নাম থাকবে। তবে আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন তাঁর প্রতি।”
মাহিন সরকারের ব্যাখ্যা, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, আবু বাকের জিতলে সেটাই হবে গণ-অভ্যুত্থানের বিজয়।
মাহিন সরকার নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও, দলীয় অনুমতি ছাড়া ডাকসুতে প্যানেল দেওয়ায় তাঁকে বহিষ্কার করে এনসিপি। এরপর তিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে পৃথক প্যানেল গঠন করেন।
তবে তাঁর প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান। যদিও তাঁদের দাবি, মাহিন সরকারের সঙ্গে আলোচনায় ঐকমত্য হয়নি। শীর্ষ পদে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় ছিলেন তিনি, পরে আলাদা প্যানেল ঘোষণা করেন।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে মাহিন সরকার তাঁর সমর্থকদের উদ্দেশ করে বলেন, “প্রার্থিতা যেহেতু বাতিল করা সম্ভব নয়, তাই লিস্টে আমার নাম থাকবে। তবে আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন তাঁর প্রতি।”
মাহিন সরকারের ব্যাখ্যা, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, আবু বাকের জিতলে সেটাই হবে গণ-অভ্যুত্থানের বিজয়।
মাহিন সরকার নিজেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও, দলীয় অনুমতি ছাড়া ডাকসুতে প্যানেল দেওয়ায় তাঁকে বহিষ্কার করে এনসিপি। এরপর তিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে পৃথক প্যানেল গঠন করেন।
তবে তাঁর প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা সাব্বির উদ্দিন ও বায়েজিদ হাসান। যদিও তাঁদের দাবি, মাহিন সরকারের সঙ্গে আলোচনায় ঐকমত্য হয়নি। শীর্ষ পদে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় ছিলেন তিনি, পরে আলাদা প্যানেল ঘোষণা করেন।