রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটের ৫টি পদের বিপরীতে ৬২ জন এবং হল সংসদের ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাত সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ শেষে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, তিন স্তরের এই নির্বাচনে সর্বমোট ৯২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
রাকসুর ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ৯, সংস্কৃতি সম্পাদক পদে ১১, মহিলা সম্পাদক পদে ৭, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, মিডিয়া সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ এবং নির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
হল সংসদে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে (৫১ জন)। অন্যদিকে ছাত্রীদের মধ্যে সর্বনিম্ন প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে (২০ জন)।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম জানান, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ১০ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটের ৫টি পদের বিপরীতে ৬২ জন এবং হল সংসদের ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাত সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ শেষে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, তিন স্তরের এই নির্বাচনে সর্বমোট ৯২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।
রাকসুর ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ৯, সংস্কৃতি সম্পাদক পদে ১১, মহিলা সম্পাদক পদে ৭, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, মিডিয়া সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৯, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ এবং নির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
হল সংসদে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে (৫১ জন)। অন্যদিকে ছাত্রীদের মধ্যে সর্বনিম্ন প্রার্থী মনোনয়নপত্র জমা পড়েছে বেগম খালেদা জিয়া হলে (২০ জন)।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম জানান, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ১০ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে।