ভোটের সময় শুরু হবার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — ডাকসুর ভোট শুরু হয়েছে সকাল ৮টায়। পরিবেশ বেশ উৎসবমুখর। ভোটাররা স্বতঃস্ফূর্ত।
তবে আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর। কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে সময় নষ্ট হয়েছে পরে তা পুষিয়ে দেওয়া হবে।
এই কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এখানে ভোটার চার হাজার ৪৪৩ জন।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
এবার মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
এর আগে ২৯ বছর পর ডাকসুর সর্বশেষ ভোট হয় ২০১৯ সালে । বাংলাদেশের স্বাধীনতার পর এবার ডাকসুর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮ তম ভোট।
এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন। ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদের জন্য এক পৃষ্ঠার।
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ভোটের সময় শুরু হবার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোর বাইরে দেখা গেছে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — ডাকসুর ভোট শুরু হয়েছে সকাল ৮টায়। পরিবেশ বেশ উৎসবমুখর। ভোটাররা স্বতঃস্ফূর্ত।
তবে আটটি কেন্দ্রের মধ্যে ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর। কেন্দ্রটির ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে সময় নষ্ট হয়েছে পরে তা পুষিয়ে দেওয়া হবে।
এই কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। এখানে ভোটার চার হাজার ৪৪৩ জন।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
এবার মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
এর আগে ২৯ বছর পর ডাকসুর সর্বশেষ ভোট হয় ২০১৯ সালে । বাংলাদেশের স্বাধীনতার পর এবার ডাকসুর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাতে ৩৮ তম ভোট।
এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন। ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদের জন্য এক পৃষ্ঠার।