ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কার্জন হলের একটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অমর একুশে হলের ওই কেন্দ্রে এক শিক্ষার্থীকে ভুলক্রমে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল এবং অভিযোগকারী শিক্ষার্থীও বিষয়টি স্বীকার করেছেন। তবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসুর ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয় বছর পর আয়োজিত এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বর্তমানে ক্যাম্পাসে কোনো একক ছাত্র সংগঠনের প্রভাব নেই। ক্ষমতাসীন দলের সংগঠনেরও আগের মতো আধিপত্য নেই, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ইতিহাসে এক বিরল পরিস্থিতি তৈরি করেছে।
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কার্জন হলের একটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অমর একুশে হলের ওই কেন্দ্রে এক শিক্ষার্থীকে ভুলক্রমে দুটি ব্যালট পেপার দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল এবং অভিযোগকারী শিক্ষার্থীও বিষয়টি স্বীকার করেছেন। তবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতেই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসুর ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছয় বছর পর আয়োজিত এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বর্তমানে ক্যাম্পাসে কোনো একক ছাত্র সংগঠনের প্রভাব নেই। ক্ষমতাসীন দলের সংগঠনেরও আগের মতো আধিপত্য নেই, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ইতিহাসে এক বিরল পরিস্থিতি তৈরি করেছে।