জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বিজয়ী করার জন্য আগে থেকেই “নীল নকশা” করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত সহ–সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর একটি কোম্পানি থেকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই ব্যালট পেপার ও ভোট গণনার জন্য ওএমআর মেশিন সংগ্রহ করেছে।
শেখ সাদী বলেন, বিষয়টি জানাজানি হলে শিক্ষক–শিক্ষার্থীদের চাপে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে একই কোম্পানির সরবরাহ করা ব্যালট পেপার দিয়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
তার অভিযোগ, শিবির তাদের নিজস্ব কোম্পানির ব্যালট ব্যবহার করে কারচুপির পরিকল্পনা করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পক্ষপাতমূলক ভূমিকা রাখছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন ছাত্রদল সমর্থিত এ প্রার্থী।
---
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বিজয়ী করার জন্য আগে থেকেই “নীল নকশা” করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত সহ–সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার দাবি, নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর একটি কোম্পানি থেকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই ব্যালট পেপার ও ভোট গণনার জন্য ওএমআর মেশিন সংগ্রহ করেছে।
শেখ সাদী বলেন, বিষয়টি জানাজানি হলে শিক্ষক–শিক্ষার্থীদের চাপে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে একই কোম্পানির সরবরাহ করা ব্যালট পেপার দিয়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে।
তার অভিযোগ, শিবির তাদের নিজস্ব কোম্পানির ব্যালট ব্যবহার করে কারচুপির পরিকল্পনা করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পক্ষপাতমূলক ভূমিকা রাখছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন ছাত্রদল সমর্থিত এ প্রার্থী।
---