জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, "দুপুর ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিছু কেন্দ্রে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ ছিল। আমরা সেসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছি, নির্দিষ্ট সময়ের পর ভোটার এলে তাদের ভোট গ্রহণের সুযোগ দিতে।"
আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বৃদ্ধি পায়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। যার মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, "দুপুর ২টা পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিছু কেন্দ্রে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ ছিল। আমরা সেসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছি, নির্দিষ্ট সময়ের পর ভোটার এলে তাদের ভোট গ্রহণের সুযোগ দিতে।"
আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বৃদ্ধি পায়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। যার মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।