জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল জানতে শিক্ষার্থীদের অপেক্ষা শেষ হয়নি। শুক্রবার দুপুর পর্যন্তও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন বলছে, বিকেলের আগে ফল জানার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার দিকে শুরু হয় গণনা। সবার আগে কাজী নজরুল ইসলাম ও মীর মশাররফ হোসেন হলের ব্যালট গণনা শুরু হয়, পরে ধাপে ধাপে আরও কয়েকটি হলের ভোট গোনা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২১টির মধ্যে ১৭টি হলের ভোটগণনা শেষ হয়েছে। বাকি চারটির কাজ এখনো চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি হলে সংসদের ভোট শেষ হওয়ার পরই কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। সে কারণে ফল প্রকাশে সময় লাগছে।
সকালে বাড়তি জনবল আনার ফলে গণনার গতি কিছুটা বাড়লেও জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে প্রক্রিয়া থমকে যাবে। ফলে জাকসুর ফলাফল জানাতে বিকেল গড়িয়ে যেতে পারে।
এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণে দায়িত্ব পালন করতে গিয়ে প্রীতিলতা হলের পোলিং অফিসার চারুকলা অনুষদের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিনেট ভবনে শোকের আবহে ভোটগণনার কাজ চলছে।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভোটার ছিলেন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনার সরাসরি চিত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্ক্রিনে দেখানো হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।
প্রথমদিকে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকলেও দিনের শেষ দিকে ছাত্রদল–মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করলে আগ্রহ ও উত্তেজনা অনেকটাই কমে যায়।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল জানতে শিক্ষার্থীদের অপেক্ষা শেষ হয়নি। শুক্রবার দুপুর পর্যন্তও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন বলছে, বিকেলের আগে ফল জানার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার দিকে শুরু হয় গণনা। সবার আগে কাজী নজরুল ইসলাম ও মীর মশাররফ হোসেন হলের ব্যালট গণনা শুরু হয়, পরে ধাপে ধাপে আরও কয়েকটি হলের ভোট গোনা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২১টির মধ্যে ১৭টি হলের ভোটগণনা শেষ হয়েছে। বাকি চারটির কাজ এখনো চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি হলে সংসদের ভোট শেষ হওয়ার পরই কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে। সে কারণে ফল প্রকাশে সময় লাগছে।
সকালে বাড়তি জনবল আনার ফলে গণনার গতি কিছুটা বাড়লেও জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে প্রক্রিয়া থমকে যাবে। ফলে জাকসুর ফলাফল জানাতে বিকেল গড়িয়ে যেতে পারে।
এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণে দায়িত্ব পালন করতে গিয়ে প্রীতিলতা হলের পোলিং অফিসার চারুকলা অনুষদের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিনেট ভবনে শোকের আবহে ভোটগণনার কাজ চলছে।
৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভোটার ছিলেন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনার সরাসরি চিত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্ক্রিনে দেখানো হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।
প্রথমদিকে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকলেও দিনের শেষ দিকে ছাত্রদল–মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করলে আগ্রহ ও উত্তেজনা অনেকটাই কমে যায়।