জাকসুর ভোট গোণার কাজ এখনও চলছে। শুক্রবার রাতে ফল প্রকাশ করা হতে পারে বলে বলছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে ফেইসবুকে বেশ কিছু হলের ফলাফল প্রকাশিত হয়েছে।
এ পর্যন্ত ১৭টি হলের কিছু পদের অনানুষ্ঠানিক ফলাফল জানা গেছে। আর তা ফেইসবুকে প্রকাশিত হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো।
তিনি বলেন, ভোট গণনা শেষ হওয়ার আগেই ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফলাফল প্রকাশ অস্বাভাবিক।
অনানুষ্ঠানিক: কোন হলে কে বিজয়ী!
এ পর্যন্ত কয়েকটি হলের কিছু পদের অনানুষ্ঠানিক যে ফল জানা গেল:
মীর মশাররফ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) জুবায়ের শাবাব (স্বতন্ত্র), ১৯১ ভোট, সাধারণ সম্পাদক (জিএস) শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরাফাত (১৭৯ ভোট)।
শহীদ সালাম-বরকত হলে ভিপি মারুফ (৪৯তম ব্যাচ, রসায়ন বিভাগ) এবং জিএস মাসুদ রানা।
হল নম্বর ১০ (সাবেক মুজিব হল)-এ ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান, এবং এজিএস নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমদ, এবং এজিএস লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি জিএম রায়হান কবীর (দর্শন বিভাগ)।
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
জাকসুর ভোট গোণার কাজ এখনও চলছে। শুক্রবার রাতে ফল প্রকাশ করা হতে পারে বলে বলছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে ফেইসবুকে বেশ কিছু হলের ফলাফল প্রকাশিত হয়েছে।
এ পর্যন্ত ১৭টি হলের কিছু পদের অনানুষ্ঠানিক ফলাফল জানা গেছে। আর তা ফেইসবুকে প্রকাশিত হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো।
তিনি বলেন, ভোট গণনা শেষ হওয়ার আগেই ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ফলাফল প্রকাশ অস্বাভাবিক।
অনানুষ্ঠানিক: কোন হলে কে বিজয়ী!
এ পর্যন্ত কয়েকটি হলের কিছু পদের অনানুষ্ঠানিক যে ফল জানা গেল:
মীর মশাররফ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) জুবায়ের শাবাব (স্বতন্ত্র), ১৯১ ভোট, সাধারণ সম্পাদক (জিএস) শাহরিয়া নাজিম রিয়াদ (১৯২ ভোট), এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরাফাত (১৭৯ ভোট)।
শহীদ সালাম-বরকত হলে ভিপি মারুফ (৪৯তম ব্যাচ, রসায়ন বিভাগ) এবং জিএস মাসুদ রানা।
হল নম্বর ১০ (সাবেক মুজিব হল)-এ ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান, এবং এজিএস নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমদ, এবং এজিএস লাবিব।
আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি জিএম রায়হান কবীর (দর্শন বিভাগ)।