দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এর অংশ হিসেবে রোববার থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, চাকসুর ২৬টি পদ এবং হলভিত্তিক ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে আগামী বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারির পর আর কোনো নির্বাচন হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই নির্বাচন হতে যাচ্ছে। গত ২৮ অগাস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে, যার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে চাকসু নির্বাচনের ওয়েবসাইটে। তবে হলভিত্তিক তালিকা এখনো প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই এই তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শেষ হওয়ার পর ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তির পর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
চাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, প্রকাশনা, দপ্তর, নারী কল্যাণ, তথ্যপ্রযুক্তি, গবেষণা, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আবাসন, আইন ও মানবাধিকার, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদসহ মোট ২৬টি পদে নির্বাচন হবে। একইভাবে হলে ভিপি, জিএস, এজিএসের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, দপ্তর, রিডিং, ডাইনিং, লাইব্রেরি, সমাজসেবা, পরিবেশ, স্বাস্থ্য, আবাসন এবং তিনজন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন।
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এর অংশ হিসেবে রোববার থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, চাকসুর ২৬টি পদ এবং হলভিত্তিক ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে আগামী বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারির পর আর কোনো নির্বাচন হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই নির্বাচন হতে যাচ্ছে। গত ২৮ অগাস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে, যার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে চাকসু নির্বাচনের ওয়েবসাইটে। তবে হলভিত্তিক তালিকা এখনো প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, শিগগিরই এই তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শেষ হওয়ার পর ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তির পর ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
চাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, প্রকাশনা, দপ্তর, নারী কল্যাণ, তথ্যপ্রযুক্তি, গবেষণা, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আবাসন, আইন ও মানবাধিকার, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদসহ মোট ২৬টি পদে নির্বাচন হবে। একইভাবে হলে ভিপি, জিএস, এজিএসের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, দপ্তর, রিডিং, ডাইনিং, লাইব্রেরি, সমাজসেবা, পরিবেশ, স্বাস্থ্য, আবাসন এবং তিনজন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন।