রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — রাকসু নির্বাচনে সহ সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্মসাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া ১১ সদস্যের প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। তাদের প্যানেলের নাম ‘ইউনাইটেড ফর রাইট’।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহ তথ্য ও গবেষণা বিষয়ক প্রার্থী নাবিল বিন জাকের।
‘ইউনাইটেড ফর রাইট’ প্যানেল থেকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন রেজওয়ান করিম, সহ নারী বিষয়ক সম্পাদক হাসনা হেনা বর্ষা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম ধ্রুব, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাবিল বিন জাকের, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান, সহ মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তালহা হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় কৃঞ্চ দাস, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাসেল রানা, সহ পরিবেশ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহি সদস্য শাহরিয়ার ফয়সাল ও মো. জাফর আহমেদ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাবিল বিন জাকের জানান, ‘দীর্ঘ সময় ধরে রাকসু ছিল নিস্তব্ধ। এত বছর সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জায়গা ছিল না, যার ফলে আমরা দেখেছি শিক্ষার্থীদের অধিকার বিরোধী অনেক নীতি বাস্তবায়ন হয়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। ছাত্র সংসদ কার্যকর না করে ক্ষমতাসীন ছাত্রসংগঠন সীট বাণিজ্য, চাঁদাবাজি, নির্যাতন, ভিন্নমত দমন করে একটা নৈরাজ্য তৈরি করে রেখেছিল।
‘জুলাই বিপ্লবের পরবর্তীতেও বিভাজন, লেজুড়বৃত্তিক রাজনীতির আগ্রাসে আবারও আগের সেই পরিস্থিতি তৈরি হওয়ার সংশয় থেকে যায়।
এসময় তিনি আরও বলেন, ‘এই চিন্তাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের সাধারন শিক্ষার্থীরা মিলে একটি অরাজনৈতিক, ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেছি আমরা।’
এসময় সংবাদ সম্মেলনে প্যানেলের অঙ্গিকার তুলে ধরেন সহ নারী বিষয়ক সম্পাদক প্রার্থী হাসনা হেনা বর্ষা। এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, ‘ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যহত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় এবং হল সংসদের নির্বাচন প্রতিবছর নিদিষ্ট সময়ে আয়োজন করা। প্রশাসনের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা, সেন্ট্রাল ল্যাব (কেন্দ্রীয় পরীক্ষাগার) উন্নয়ন করা হবে, যেখানে শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে যুক্ত হতে পারবে। পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন এবং সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রিয়াশীল সংগঠনগুলোকে
টিএসসিসির অবকাঠামোর অন্তর্ভুক্ত করা। বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি, মানসিক স্বাস্থ্য সহায়তা সেন্টার এবং স্বাস্থ্যসেবার পরিকল্পনার উন্নয়ন করা।
‘এছাড়াও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমাদের ইশতেহার হিসেবে থাকবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চতকরণে ক্যাম্পাসে কাজ করে যাবো,’ বলেন হাসনা হেনা বর্ষা।
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ — রাকসু নির্বাচনে সহ সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্মসাধারণ সম্পাদক (এজিএস) ছাড়া ১১ সদস্যের প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। তাদের প্যানেলের নাম ‘ইউনাইটেড ফর রাইট’।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহ তথ্য ও গবেষণা বিষয়ক প্রার্থী নাবিল বিন জাকের।
‘ইউনাইটেড ফর রাইট’ প্যানেল থেকে সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন রেজওয়ান করিম, সহ নারী বিষয়ক সম্পাদক হাসনা হেনা বর্ষা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম ধ্রুব, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাবিল বিন জাকের, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান, সহ মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তালহা হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজয় কৃঞ্চ দাস, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাসেল রানা, সহ পরিবেশ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহি সদস্য শাহরিয়ার ফয়সাল ও মো. জাফর আহমেদ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাবিল বিন জাকের জানান, ‘দীর্ঘ সময় ধরে রাকসু ছিল নিস্তব্ধ। এত বছর সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জায়গা ছিল না, যার ফলে আমরা দেখেছি শিক্ষার্থীদের অধিকার বিরোধী অনেক নীতি বাস্তবায়ন হয়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। ছাত্র সংসদ কার্যকর না করে ক্ষমতাসীন ছাত্রসংগঠন সীট বাণিজ্য, চাঁদাবাজি, নির্যাতন, ভিন্নমত দমন করে একটা নৈরাজ্য তৈরি করে রেখেছিল।
‘জুলাই বিপ্লবের পরবর্তীতেও বিভাজন, লেজুড়বৃত্তিক রাজনীতির আগ্রাসে আবারও আগের সেই পরিস্থিতি তৈরি হওয়ার সংশয় থেকে যায়।
এসময় তিনি আরও বলেন, ‘এই চিন্তাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের সাধারন শিক্ষার্থীরা মিলে একটি অরাজনৈতিক, ও শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেছি আমরা।’
এসময় সংবাদ সম্মেলনে প্যানেলের অঙ্গিকার তুলে ধরেন সহ নারী বিষয়ক সম্পাদক প্রার্থী হাসনা হেনা বর্ষা। এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, ‘ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যহত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় এবং হল সংসদের নির্বাচন প্রতিবছর নিদিষ্ট সময়ে আয়োজন করা। প্রশাসনের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা, সেন্ট্রাল ল্যাব (কেন্দ্রীয় পরীক্ষাগার) উন্নয়ন করা হবে, যেখানে শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে যুক্ত হতে পারবে। পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন এবং সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রিয়াশীল সংগঠনগুলোকে
টিএসসিসির অবকাঠামোর অন্তর্ভুক্ত করা। বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি, মানসিক স্বাস্থ্য সহায়তা সেন্টার এবং স্বাস্থ্যসেবার পরিকল্পনার উন্নয়ন করা।
‘এছাড়াও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমাদের ইশতেহার হিসেবে থাকবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চতকরণে ক্যাম্পাসে কাজ করে যাবো,’ বলেন হাসনা হেনা বর্ষা।