চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া তালিকায় এই তথ্য জানানো হয়।
ভিপি পদে বৈধ প্রার্থী হয়েছেন ২৩ জন, জিএস ও এজিএস পদে বৈধ প্রার্থী হয়েছেন ২১ জন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে তারা পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তিনটি শীর্ষ পদ ছাড়াও বিভিন্ন সম্পাদক ও সহসম্পাদক পদে মনোনয়ন বৈধ হয়েছে শতাধিক প্রার্থীর। নির্বাহী সদস্য পদে জমা পড়া ৮৪ ফরমের মধ্যে বৈধ হয়েছে ৮০টি।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তি হবে এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।
এবারের নির্বাচনে ছাত্রদল এককভাবে ও ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে। এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ‘দ্রোহ পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, পাহাড়ি ছাত্র পরিষদসহ মোট ১২টি প্যানেল ঘোষিত হয়েছে।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া তালিকায় এই তথ্য জানানো হয়।
ভিপি পদে বৈধ প্রার্থী হয়েছেন ২৩ জন, জিএস ও এজিএস পদে বৈধ প্রার্থী হয়েছেন ২১ জন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে তারা পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তিনটি শীর্ষ পদ ছাড়াও বিভিন্ন সম্পাদক ও সহসম্পাদক পদে মনোনয়ন বৈধ হয়েছে শতাধিক প্রার্থীর। নির্বাহী সদস্য পদে জমা পড়া ৮৪ ফরমের মধ্যে বৈধ হয়েছে ৮০টি।
৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ৫২৯ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তি হবে এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।
এবারের নির্বাচনে ছাত্রদল এককভাবে ও ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে। এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ‘দ্রোহ পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, পাহাড়ি ছাত্র পরিষদসহ মোট ১২টি প্যানেল ঘোষিত হয়েছে।