ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটি।
মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।
অনুষ্ঠানে জবি মসজিদ কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শহিদ ওসমান হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ জুলাই যোদ্ধা। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়েছিলেন। তাঁর শাহাদাতের মাধ্যমে তাঁর সংগ্রাম শেষ হয়নি; বরং যারা বেঁচে আছেন, তাদের দায়িত্ব হলো তাঁর আদর্শ ও মিশন বাস্তবায়ন করা। এসময় তিনি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বৃদ্ধি এবং হাদির ঘাতক ও ইন্ধনদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি শহিদ হাদীর পরিবারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইনগত সুরক্ষা, ভরণপোষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক অতর্কিত হামলায় তিনি গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরবর্তিতে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।
আন্তর্জাতিক: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি