ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘ফেলানী হল’ করার দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন ঘেরাও করেছে ডাকসুর নেতৃবৃন্দসহ একদল শিক্ষার্থী।
আর তারা জুলাই ‘গণহত্যার সমর্থন দেওয়া’ ঢাবি শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের একদল আবাসিক শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনের অবস্থান নেন। এসময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’,‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম।
এসময় সাদিক কায়েম বলেন, ‘শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেস হলের নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষার্থীদের পক্ষ থেকে এসছে। এর বাইরে আরও তিনটি স্থাপনা আছে ফ্যাসিবাদীদের আইকনদের নামে: শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, সুলতানা কামাল হোস্টেল। এই তিনটি স্থাপনার নাম পরিবর্তনের জন্য আজকে আমরা আমাদের স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেব।’
তিনি বলেন, ‘আমাদের, গত ১৬ বছরে বাংলাদেশে খুনি হাসিনার ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করেছে, বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুম কালচার, শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নে যারা সহযোগী ছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগতদের নিয়ে এসে ১৪ই জুলাই আমাদের ভাই-বোনদের মেরে রক্তাক্ত করেছে যে প্রশাসন — খুনি হাসিনার প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং তার যে দোসররা আছে, ওই সময়ের ভিসি মাকসুদ কামাল এবং প্রক্টর গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সভাপতি জিনাত হুদা এবং জুলাই বিপ্লবে যে শিক্ষার্থীদেরকে ব্রাশফায়ারে দিতে চেয়েছিল আকরামুজ্জামান এবং ফ্যাসিবাদের দোসর যে সমস্ত শিক্ষকরা আছে, তাদেরকে প্রশাসনিক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের আবেদন দিচ্ছি।’
ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোন চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশাপাশি জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণহত্যা সর্মথন দিয়েছে তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ