image

ডাকসু নেতার ‘কান ধরে ওঠবস’ ভিডিও নিয়ে সমালোচনা, পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার একটি ভিডিও নিয়ে সমালোচনা হওয়ার পর তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে কিশোর ও তরুণদের কান ধরে ওঠবস করাতে দেখা যায়। যা নিয়ে বিতর্কের মুখে পড়ায় নিজের ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ও জিমনেসিয়ামে হাতে লাঠি নিয়ে কিছু তরুণকে কান ধরে উঠবস করাচ্ছেন। এরপর ওই দৃশ্য ধারণ হয়ে সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তা দ্রুত সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

নিজের ফেসবুক পেজে সর্বমিত্র চাকমা লেখেন, নিরাপত্তা ও আইনের শিথিলতার কারণে বহিরাগত ব্যক্তিরা শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে অনায়াসে প্রবেশ করছে। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। প্রশাসনের সহযোগিতা ও কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে এমন কার্যক্রমে বাধ্য হতে হয়েছে। তবে স্বীকার করেছেন, এই আচরণ ঠিক হয়নি এবং তার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন।

সর্বমিত্র চাকমা একই সঙ্গে জানিয়েছে, তিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি মনে করেন ছাত্রদের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্প্রদায় ও সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা মতামত প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, এমন আচরণ একজন ছাত্রনেতার জন্য আদর্শ নয় এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা আরও শক্তিশালী হওয়া উচিত।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি