বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইন্সটিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এর কর্মচারী ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার একটি বাসা থেকে ইতিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেহেরচণ্ডির একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মেহেরচন্ডীর ওই বাসায় সে তার মায়ের সাথে থাকতো।
মৃত্যুর বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, আত্মহত্যা করা ওই শিক্ষার্থীকে সন্ধ্যা ৬ টা ৫০ এর সময় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার দেহ মর্গে পাঠানো হয়েছে।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ‘আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি, তবে বিষন্নতা থেকে এমনটা হতে পারে।’ লাশের ময়নাতদন্তের পর শনিবার সকালে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাদেশ: হিলিতে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু
অপরাধ ও দুর্নীতি: দেলদুয়ারে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড