সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২

তাজমেরী ইসলামের মুক্তি দাবি করেছে সাদা দল

image

তাজমেরী ইসলামের মুক্তি দাবি করেছে সাদা দল

শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা বলেছে, মুক্তি না দেওয়া হলে ‘শিক্ষক ও পেশাজীবী সমাজ’ জোরালো আন্দোলনে যেতে বাধ্য হবে।

গতকাল বৃহস্পতিবার নাশকতার একটি মামলায় তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাদা দল এ ঘটনাকে বর্তমান সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দলের শিক্ষকেরা অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন সাদা দলের বর্তমান আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. লুৎফর রহমান। তাজমেরী এস ইসলাম একসময় সাদা দলের আহ্বায়ক ছিলেন।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ‘তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান ও সফল শিক্ষকই শুধু ছিলেন না, ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক নেতা। একজন রসায়নবিদ হিসেবে তিনি কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এমন একজন কৃতী শিক্ষাবিদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় হওয়া মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারান্তরীণ করার ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।’

বিবৃতিতে বিএনপিপন্থী শিক্ষকেরা আরও বলেন, ‘রাজনৈতিক ভিন্নমত দলন ও বিএনপিকে ধ্বংস করে নিজেদের রাজনৈতিক একাধিপত্য বজায় রাখার জন্য সরকার যে ঘৃণ্য পন্থা অবলম্বন করছে, তাজমেরী ইসলামের কারান্তরীণের ঘটনা এরই অংশ বলে আমাদের ধারণা। অধ্যাপক তাজমেরী কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন নারী ও জ্যেষ্ঠ নাগরিক। মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনাকে আমরা মানবাধিকারের পরিপন্থী বলেও মনে করি।’

শিক্ষকগন বলেছেন, তাজমেরীর প্রতি সরকারের আচরণ নির্মম। এ ঘটনায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত।অবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে তাজমেরী এস ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সাদা দল।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবি, আদালতের দিকে তাকিয়ে প্রশাসন

» ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ‘স্কুলিং কাঠামো’ বাতিল চাইলেন তিতুমীর শিক্ষার্থীদের একাংশ

» ৭ কলেজের বিশ্ববিদ্যালয়: ‘স্কুলিং কাঠামো’ বাতিলের দাবি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

» জাবিতে উড়লো প্রজাপতির রঙিন ডানা: ১৫তম মেলায় গণসচেতনতা ও সংরক্ষণের আহ্বান

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

» রাবি: ৩ শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীর শাস্তি

» শীতের ছুটিও বহাল, ঢাবি খুলবে ২৮ ডিসেম্বর

» প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

» ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

» জকসু নির্বাচন: ‘মওলানা ভাসানী ব্রিগেডের’ ৭ নারী প্রার্থীর প্রতিশ্রুতি

» ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরায় অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিল

» ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

» ব্যানার টানানো নিয়ে দ্বন্দ্ব: তিতুমীর কলেজে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ

» বিকাল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খালি করার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

» ভূমিকম্প আতঙ্ক: জবি বন্ধ ২৭ নভেম্বর পর্যন্ত, বাসে বাড়ি, অনলাইনে ক্লাস শুরু ৩০ নভেম্বর

» ঢাকা বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত, ক্লাস–পরীক্ষা স্থগিত

» রাবি: বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি, রেলপথ অবরোধ

» ডাকসু নেত্রী রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

» রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩