image
জবি (ঢাকা) : বর্ষাঋতু বরণে গত বুধবার ক্যাম্পাসে নৃত্য-গীত-বাদ্যে শিক্ষার্থীদের উদযাপন -সংবাদ

??? ?? ????? ?? ???? ???

জবিতে উদীচী সংসদের ‘বর্ষাকল্প’ বরণে উৎসব

প্রতিনিধি, জবি

মানুষের কথা বলাই সাংস্কৃতির কাজ। যে গান মানুষের কথা বলে না,সে গান আমি গাইতে পারি না। যে গান মেহনতি মানুষের কথা বলে না,সে গান আমি গাইতে পারি না।

বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদীচী সংসদের উদ্যোগে বর্ষাকল্প অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদক প্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, বর্ষা আমাদের মনকে প্রফুল্ল করে। বয়স এখন ৬৫ অথচ বর্ষায় নিজেকে তরুন মনে হয়। উদীচীর এমন আয়োজন কে স্বাগত জানাই। উল্লেখ্য সীতাকুন্ড অগ্নিকান্ডের ঘটনায় হতাহত সকল মানুষদের উৎসর্গ করে এসো কর স্নান নব ধারা জলে” স্লোগানে বর্ষাকল্প ১৪২৯” উদযাপন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও একুশে পদক প্রাপ্ত গনসংগীত শিল্পী মাহমুদ সেলিম, উদীচি কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন উদীচি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি, ব্যান্ড দল আবোল তাবোল, ট্রাভেলার্স, স্বপ্নবাজি, রিজেক্টেড, মনের মানুষ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» চবির ‘জামায়াতপন্থি’ প্রশাসনের বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ ছাত্রদলের

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি