image
নিহত ছাত্র বুলবুল আহমেদ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাবিপ্রবি ছাত্র নিহত

সোমবার, ২৫ জুলাই ২০২২
প্রতিনিধি, শাবিপ্রবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ নামের এক ছাত্র দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হন বুলবুল। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিশ্ববিদ্যালয়ের টিলায় এক ছাত্রকে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে অজ্ঞান অবস্থায় নেয়া হয়। পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হলে সেখানে সে মারা যায়। কে বা কারা মেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» আওয়ামীপন্থি শিক্ষককে হেনস্থা করলেন ডাকসু নেতা

সম্প্রতি