ঢাবির জগন্নাথ হলে ঘুমের মধ্যে শিক্ষার্থীর মৃত্যু

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ঘুমের মধ্যে অমিত সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. নিহির লাল সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার রাতে হলের নিজ কক্ষে ঘুমান অমিত। সকালে অনেক ডাকাডাকির পর তার সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বেলা ১১টার দিকে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» আওয়ামীপন্থি শিক্ষককে হেনস্থা করলেন ডাকসু নেতা

সম্প্রতি