চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মীর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে না যাওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, তাকে মারধরের ঘটনায় চবি শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের তিন কর্মী জড়িত। ছাত্রলীগের কর্মসূচিতে না গেলে তাকে হল থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছেন তারা।
মারধরের শিকার সাংবাদিকের নাম রিদওয়ান আহমদ। তিনি একটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পোর্টালের চবি প্রতিনিধি। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মারধরের ঘটনায় গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রিদওয়ান। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের নিরাপত্তা চেয়েছেন।
রিদওয়ান এ এফ রহমান হলের ২১২ নম্বর কক্ষে থাকেন। হল সূত্র জানায়, গতকাল বিজয়ের কর্মী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলামের জন্মদিন ছিল। এ উপলক্ষে বিজয়ের নেতা-কর্মীরা কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১১টার দিকে কেক কাটতে নেতা-কর্মীরা হলের ফটকের সামনে জড়ো হন। এর মধ্যে কয়েকজন এসে রিদওয়ানকে ছাত্রলীগের সব অনুষ্ঠান ও কর্মসূচি অংশ নিতে বলেন।
ছাত্রলীগের কর্মীদের ভাষ্য ছিল, রিদওয়ান যেহেতু হলে থাকছেন, তাই তাকে তাদের (ছাত্রলীগ) সব কর্মসূচিতে অংশ নিতে হবে। তা না হলে তাকে হল থেকে চলে যেতে হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মীর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে না যাওয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, তাকে মারধরের ঘটনায় চবি শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের তিন কর্মী জড়িত। ছাত্রলীগের কর্মসূচিতে না গেলে তাকে হল থেকে বের করে দেয়ার হুমকিও দিয়েছেন তারা।
মারধরের শিকার সাংবাদিকের নাম রিদওয়ান আহমদ। তিনি একটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন পোর্টালের চবি প্রতিনিধি। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মারধরের ঘটনায় গতকাল রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রিদওয়ান। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের নিরাপত্তা চেয়েছেন।
রিদওয়ান এ এফ রহমান হলের ২১২ নম্বর কক্ষে থাকেন। হল সূত্র জানায়, গতকাল বিজয়ের কর্মী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলামের জন্মদিন ছিল। এ উপলক্ষে বিজয়ের নেতা-কর্মীরা কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১১টার দিকে কেক কাটতে নেতা-কর্মীরা হলের ফটকের সামনে জড়ো হন। এর মধ্যে কয়েকজন এসে রিদওয়ানকে ছাত্রলীগের সব অনুষ্ঠান ও কর্মসূচি অংশ নিতে বলেন।
ছাত্রলীগের কর্মীদের ভাষ্য ছিল, রিদওয়ান যেহেতু হলে থাকছেন, তাই তাকে তাদের (ছাত্রলীগ) সব কর্মসূচিতে অংশ নিতে হবে। তা না হলে তাকে হল থেকে চলে যেতে হবে।