image

এনভোফ্রেম আইডিয়া প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী দলের নাম ঘোষণা

মঙ্গলবার, ৩০ মে ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে সরাসরি সংশ্লিষ্ট সাতটি এসডিজি অর্জনের উদ্দেশ্য চিন্তা করে প্রয়োজনীয় সমর্থন জোরদার করার জন্য আকর্ষণীয় আখ্যান, অভিনব সমাধান এবং ইতিবাচক প্রভাব নির্ভর প্রেজেন্টেশন জমা দিয়েছিল।

এ উদ্যোগের লক্ষ্য ছিল ভিজ্যুয়াল গল্প বলার প্রভাব কে কাজে লাগিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সচেতনতা ও সমর্থন বাড়ানো। এনভোফ্রেম আইডিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি এনভোলিডের সার্বিক সহযোগিতায় আয়োজন করে এনএসইউ আর্থ ক্লাব।

উক্ত আয়োজনে প্রথম পুরস্কার জিতে নেয় ‘টিম মিত্র’। এছাড়া, ‘টিম প্লাস্টিট’ এবং ‘টিম ইটারনাল’ যথাক্রমে ১ম রানার আপ এবং ২য় রানারআপ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৭টি দল এ প্রতিযোগিতায় আইডিয়া জমা দেয়। চূড়ান্ত রাউন্ডে নির্বাচিত পাঁচটি দল তাদের সমাধান ধারণা উপস্থাপন করে। বিজয়ীর পুরস্কার হিসেবে ১ম স্থান অর্জনকারী ৫০ হাজার টাকা, ১ম রানার-আপ ৩০ হাজার টাকা এবং ২য় রানার-আপ হিসেবে গ্রহণ করে ২০ হাজার টাকা।

রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সোমবার ( ২৯ মে ২০২৩) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি। তিনি পরিবেশ রক্ষার জন্য সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং পুনঃস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন আমাদের প্রত্যেকের জীবনকে ভিন্নভাবে প্রভাবিত করে। আমরা প্রায়শই এটি বুঝতে পারি না কিন্তু এর প্রভাব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একারণেই আমাদের আচরণ ও মানসিকতা পরিবেশ বান্ধব সমাধান ভিত্তিক হওয়া উচিত।’ জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে কাজ করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এ বিষয়ে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা রয়েছে।’

অনুষ্ঠানের সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম ইসমাইল হোসেন, পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়ে বলেন যে এ ধরনের প্রচেষ্টা ও উদ্যোগগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের উপদেষ্টা ও সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমেদ খান, কৃষিবিদ ও পরিবেশবিদ কামরুন নাহার, এনএসইউর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী।

এ প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মোঃ আব্দুল কাইয়ুম, যমুনা টেলিভিশনের বিশেষ সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মিশু ও ফটোগ্রাফি শিক্ষক আবির আব্দুল্লাহ।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

সম্প্রতি