alt

নগর-মহানগর

ফুটপাতসহ বিপণি বিতানগুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

জাহিদা পারভেজ ছন্দা : রোববার, ৩১ মার্চ ২০২৪

রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। রমজান শেষ হওয়া মানেই ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে রাজধানীর বিপনি বিতানগুলোতেই শুধু নয় ফুটপাতেও বাড়তে শুরু করেছে লোকসমাগম। কোনো কোনো ব্যবসায়ী ভালো বিক্রির কথা জানালেও কম বিক্রির কথাও জানাচ্ছেন কেউ কেউ। তবে বেশিরভাগ বিক্রেতাদের দাবি, ছুটির দিনে কেনাবেচার যে চাপ থাকার কথা তা তুলনামূলক কম। তবে সামনে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। এমন মিশ্র প্রতিক্রিয়া বড় শপিংমলের ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীদের

নিম্নআয়ের মানুষের ঈদ কেনাকাটায় ভরসা ফুটপাতের দোকানগুলো। সপ্তাহ আগে মিরপুর-১০ ও আশপাশের ফুটপাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্কেট উচ্ছেদ করা হয়েছিল। সপ্তাহে না পেরেতেই আবারো পসরা নিয়ে ফিরে এসেছেন ব্যবসায়ীরা। আবারও জমে উঠতে শুরু করেছে ফুটপাতের দোকানগুলো।

দাম তুলনামূলক কম হওয়ায় বিশেষ করে নি¤œআয়ের লোকেরা ফুটপাতে ভিড় জমান। সব বয়সের নারী-পুরুষের উপযোগী পোশাক রয়েছে মার্কেটের দোকানগুলোতে। ছুটির দিনগুলোতেই শুধু নয়, এখন প্রতিদিনই ফুটপাতের এ মার্কেটে ভিড় বাড়ছে। ফুটপাতের এই দোকানগুলোতে রাত ১১টার পরও কেনাবেচা করতে দেখা যায়।

এসব দোকানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। পোশাক থেকে শুরু করে জুতা স্যান্ডেল, গয়না এমনকি, ঘর সাজানোর আসবাবপত্র পর্যন্ত কিনতে পাওয়া যায়।

১০ নম্বর গোল চত্বরে ব্যবসা করেন শেখ রহমান, মো. সুজন। তারা জানান, প্রশাসন ফুটপাতের দোকান তুলে দেওয়ার পর কয়েকদিন অনেকেই এসে ঘুরে গেছে । অনেকেই জানে না আবারো দোকান বইছে। এরজন্য কম মানুষ আসতাছে। আর দই চার দিন গেলেই মানুষ জানলে লোকা আসা শুরু হইবো। ক্ষোভের সাথে সুজন বলেন, এই ঈদের আগে এই কাজটা না করলে কি অইতো। যতো দোষ মনে অয় আমাগোর’।

মিরপুর পল্লবী থেকে গৃহকর্মীর মেয়ে বোন আত্মীয়স্বজনদের জামা কাপড় কিনতে এসেছেন জাহানারা বেগম। তিনি বলেন, বাড়ির কাছে ফুটপাতের এই দোকানগুলো থেকে কাপড় কিনি অনেক বছর। কম দামে মোটামুটি ভালো কাপড়-চোপড় পাওয়া যায়। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। তবে এখনো কিছু কেনা হয় নাই।’

কয়েকজন বন্ধু মিলে শপিং মল ঘুরে এসে ফুটপাতের দোকানে গেঞ্জি দেখছে। তাদের মধ্যে একজন মাহবুব বলেন, ‘মলে দাম বেশি অনেক। প্রায় একইরকম দেখতে গেঞ্জি এখানে অনেক কম দাম। তাই আমরা ঠিক করেছি এখান থেকেই কিনবো’।

পোশাককর্মী রাহেলা বানুর সঙ্গে কথা হয় তিনি বলেন, এই মার্কেটের (১৪ নম্বর ফুটপাথের দোকান) কাপড় প্রতিবারই কিনি। এই হানে অনেক দোকান। জিনিসও অনেক। আবার দামও কম। ঈদে বাড়ি যাবো। নিজের পাশাপাশি আত্মীয়স্বজনদের জন্যও কিছু কেনাকাটা করন লাগবো।’

বইনের মেয়ে, নিজের মেয়ে ও ছেলের জন্য আজ কাপড় কিনতে এসেছেন জানিয়ে রাহেলা বলেন, কেবল একটা থ্রি-পিস কিনছি আরো কয়েকটা কিনবো। বেতন দিলে পর বাকি কেনাকাটা কিনুম’। তার গার্মেন্টসের বেতন দিয়েছে কিনা, গার্মেন্টসের নাম কী নাম জানতে চাইলে রাহেলা নাম না বলে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়।

এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, আড়ং, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, রিং রোড, তাজমহল রোড এবং আদাবর এলাকার বেশ কয়েকটি ব্র্যান্ড শপ ঘুরে তরুণ-তরুণীদের বেশি দেখা যায়। শুক্র ও গতকার ছুটির দিন থাকায় অনেকেই স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন।

মিরপুর-১২ এর আড়ং আউটলেটে কথা হয় তাওহীদ চৌধুরীর সাথে। আড়ং এ সবার জন্য সব কিছু কিনতে পাওয়া যায় বলে তিনি আড়ং এ আসেন জানিয়ে হাতে এক গাদা কাপড় দেখিয়ে বলেন, মা-খালা, ভাই-বোন, ভাগনা-ভাগনি সবার জন্য কিনেছি। ‘ঘুরে ঘুরে কেনাকাটা করার মতো অবস্থা কোথায়’ বলে ব্যস্ত হয়ে পড়লেন আবারো কেনা কাটায়।

ক্রেতার সমাগম অনেক বেশি আড়ংয়ের এই আউটলেটে। সেখানকার বিক্রয়কর্মীরা জানিয়েছেন, গত দুই দিনে ভিড় বেশি ছিল। ভিড় বাড়ছে, তবে ঈদ আয়োজন সম্পর্কে কোনো ফ্লোর ম্যানেজার কথা বলতে রাজি হননি।

রোয়াজা রাইম দুই বোন এসেছেন ঢাকার টোকিও স্কয়ারে। তারা বলেন, শুরুর দিকে এলে ভালো ডিজাইন পাওয়া যায়। শেষের দিকে সাইজ পাওয়াও মুশকিল হয়। এবার একটু দেরি হয়ে গেছে ঈদের কেনাকাটা করতে। আমরা আরো আগেই কিনে ফেলি। কিন্তু আব্বুর একটু ঝামেলা ছিলো তাই এবার দেরি।

দাম বেশি বলে চট করে কিনতে পারছেন না পছন্দ হলেও। আরো ঘুরবেন, আরো দেখবেন। তারপর সিদ্ধান্ত নেবেন বলে জানান এই দুই সহোদর।

তবে নিউমার্কেট ও ফার্মগেটে ফুটপাতের বিক্রেতাদের ভিড়ে ঠিক মতো জিনিস দেখারো যেন উপায় নেই। নি¤œ ও মধ্যম আয়ের হাজারো ক্রেতা সেখানে ভিড় করছেন। অস্থায়ী দোকানের বিক্রেতারা বলছেন, ক্রেতাসমাগম ভালো। শুরুর দিকে ক্রেতা কম থাকলেও এখন ভালো বিক্রি হচ্ছে।

ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণি বিতানগুলো। উপচেপড়া ভিড় পোশাক, জুতাসহ প্রসাধনীর দোকানগুলোতে। মার্কেটের পাশাপাশি ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলোও। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট, নূরজাহান মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।

বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা

কারফিউ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ছবি

জনজীবনে স্বস্তি, রাজধানীতে যানজট

ছবি

স্বাভাবিকতার পথে নগরজীবন

ছবি

কোটা সংস্কার আন্দোলনের ‘শাটডাউন’ কর্মসূচিতে রামপুরায় বিটিভি ভবনে অগ্নিকাণ্ড

ছবি

বাড্ডায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে গুলিবিদ্ধ, একজন নিহত

ছবি

মেট্রোরেলের মিরপুর অংশে চলাচল বন্ধ

ছবি

বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশের রাবার বুলেট ও ছররা গুলিতে আহত অনেকে

ছবি

উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যান চলাচল বন্ধ

ছবি

মিরপুর-১০ রণক্ষেত্র, আ.লীগের সমাবেশ পণ্ড

ছবি

রামপুরা পুলিশ বক্সে আগুন, সড়কে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি

সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী-শনির আখড়া

ছবি

সহিংসতা পরিহার করুনঃ পুলিশ সদর দপ্তর

ছবি

ঢাকার শনির আখড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ, শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ

ছবি

ঢাকায় কোটা সংঘর্ষে নিহত ২ঃ পুলিশ বলছে দায় আন্দোলনকারীদের

ছবি

আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি

ছবি

সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

ছবি

"তাণ্ডবের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের মোতায়েন"

ছবি

"কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলের সামনে সংঘর্ষ ও হাত বোমা বিস্ফোরণ"

রাজধানীতে গ্যাস সংকট, চুলা জ্বলে না বাসাবাড়িতে

ছবি

ডিএনসিসির চিঠি, ‘আতঙ্কে’ গরুর খামারিরা

ছবি

চার দফা দাবিতে রাজধানীতে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ

ছবি

প্রবল বর্ষণে রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে চার শ্রমজীবীর মৃত্যু

৫ বছর পড়ে আছে ৩৮ কোটির সিজেএম ভবন

ছবি

কোটাবিরোধী আন্দোলন: শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা

ছবি

সকাল থেকে ঝুম বৃষ্টি, ভাসছে ঢাকা

ছবি

বেবিচক এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনু্ষ্ঠান

ছবি

‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল শাহবাগ, পুলিশের ব্যারিকেড ভেঙে দিল শিক্ষার্থীরা

ছবি

আত্মসাত মামলা: ইউনূসের আবেদনের রায় ২১ জুলাই

ছবি

এসি নষ্ট, আকাশে ৩৭ মিনিট উড়ে ঢাকায় ফিরল বিমান

ছবি

কাউন্সিলরের বিরুদ্ধে হরিজনদের ওপর হামলার অভিযোগ

ছবি

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে সবুজ-কাওসার

ছবি

বিসিএস ও মেডিকেল প্রশ্নফাঁসকারীদের বিচার চায় জবি শিক্ষার্থীরা

ছবি

কোটা : ঢাবির পর এবার জবি শিক্ষার্থীদের জিরো পয়েন্ট অবরোধ

ছবি

বাংলা ব্লকেডে’ অচল সড়ক, মেট্রোতে উপচেপড়া ভিড়

ছবি

কোটা : স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আপিল বিভাগের

tab

নগর-মহানগর

ফুটপাতসহ বিপণি বিতানগুলোতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

জাহিদা পারভেজ ছন্দা

রোববার, ৩১ মার্চ ২০২৪

রমজান মাস শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। রমজান শেষ হওয়া মানেই ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে রাজধানীর বিপনি বিতানগুলোতেই শুধু নয় ফুটপাতেও বাড়তে শুরু করেছে লোকসমাগম। কোনো কোনো ব্যবসায়ী ভালো বিক্রির কথা জানালেও কম বিক্রির কথাও জানাচ্ছেন কেউ কেউ। তবে বেশিরভাগ বিক্রেতাদের দাবি, ছুটির দিনে কেনাবেচার যে চাপ থাকার কথা তা তুলনামূলক কম। তবে সামনে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। এমন মিশ্র প্রতিক্রিয়া বড় শপিংমলের ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীদের

নিম্নআয়ের মানুষের ঈদ কেনাকাটায় ভরসা ফুটপাতের দোকানগুলো। সপ্তাহ আগে মিরপুর-১০ ও আশপাশের ফুটপাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্কেট উচ্ছেদ করা হয়েছিল। সপ্তাহে না পেরেতেই আবারো পসরা নিয়ে ফিরে এসেছেন ব্যবসায়ীরা। আবারও জমে উঠতে শুরু করেছে ফুটপাতের দোকানগুলো।

দাম তুলনামূলক কম হওয়ায় বিশেষ করে নি¤œআয়ের লোকেরা ফুটপাতে ভিড় জমান। সব বয়সের নারী-পুরুষের উপযোগী পোশাক রয়েছে মার্কেটের দোকানগুলোতে। ছুটির দিনগুলোতেই শুধু নয়, এখন প্রতিদিনই ফুটপাতের এ মার্কেটে ভিড় বাড়ছে। ফুটপাতের এই দোকানগুলোতে রাত ১১টার পরও কেনাবেচা করতে দেখা যায়।

এসব দোকানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। পোশাক থেকে শুরু করে জুতা স্যান্ডেল, গয়না এমনকি, ঘর সাজানোর আসবাবপত্র পর্যন্ত কিনতে পাওয়া যায়।

১০ নম্বর গোল চত্বরে ব্যবসা করেন শেখ রহমান, মো. সুজন। তারা জানান, প্রশাসন ফুটপাতের দোকান তুলে দেওয়ার পর কয়েকদিন অনেকেই এসে ঘুরে গেছে । অনেকেই জানে না আবারো দোকান বইছে। এরজন্য কম মানুষ আসতাছে। আর দই চার দিন গেলেই মানুষ জানলে লোকা আসা শুরু হইবো। ক্ষোভের সাথে সুজন বলেন, এই ঈদের আগে এই কাজটা না করলে কি অইতো। যতো দোষ মনে অয় আমাগোর’।

মিরপুর পল্লবী থেকে গৃহকর্মীর মেয়ে বোন আত্মীয়স্বজনদের জামা কাপড় কিনতে এসেছেন জাহানারা বেগম। তিনি বলেন, বাড়ির কাছে ফুটপাতের এই দোকানগুলো থেকে কাপড় কিনি অনেক বছর। কম দামে মোটামুটি ভালো কাপড়-চোপড় পাওয়া যায়। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। তবে এখনো কিছু কেনা হয় নাই।’

কয়েকজন বন্ধু মিলে শপিং মল ঘুরে এসে ফুটপাতের দোকানে গেঞ্জি দেখছে। তাদের মধ্যে একজন মাহবুব বলেন, ‘মলে দাম বেশি অনেক। প্রায় একইরকম দেখতে গেঞ্জি এখানে অনেক কম দাম। তাই আমরা ঠিক করেছি এখান থেকেই কিনবো’।

পোশাককর্মী রাহেলা বানুর সঙ্গে কথা হয় তিনি বলেন, এই মার্কেটের (১৪ নম্বর ফুটপাথের দোকান) কাপড় প্রতিবারই কিনি। এই হানে অনেক দোকান। জিনিসও অনেক। আবার দামও কম। ঈদে বাড়ি যাবো। নিজের পাশাপাশি আত্মীয়স্বজনদের জন্যও কিছু কেনাকাটা করন লাগবো।’

বইনের মেয়ে, নিজের মেয়ে ও ছেলের জন্য আজ কাপড় কিনতে এসেছেন জানিয়ে রাহেলা বলেন, কেবল একটা থ্রি-পিস কিনছি আরো কয়েকটা কিনবো। বেতন দিলে পর বাকি কেনাকাটা কিনুম’। তার গার্মেন্টসের বেতন দিয়েছে কিনা, গার্মেন্টসের নাম কী নাম জানতে চাইলে রাহেলা নাম না বলে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়।

এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, আড়ং, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, রিং রোড, তাজমহল রোড এবং আদাবর এলাকার বেশ কয়েকটি ব্র্যান্ড শপ ঘুরে তরুণ-তরুণীদের বেশি দেখা যায়। শুক্র ও গতকার ছুটির দিন থাকায় অনেকেই স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন।

মিরপুর-১২ এর আড়ং আউটলেটে কথা হয় তাওহীদ চৌধুরীর সাথে। আড়ং এ সবার জন্য সব কিছু কিনতে পাওয়া যায় বলে তিনি আড়ং এ আসেন জানিয়ে হাতে এক গাদা কাপড় দেখিয়ে বলেন, মা-খালা, ভাই-বোন, ভাগনা-ভাগনি সবার জন্য কিনেছি। ‘ঘুরে ঘুরে কেনাকাটা করার মতো অবস্থা কোথায়’ বলে ব্যস্ত হয়ে পড়লেন আবারো কেনা কাটায়।

ক্রেতার সমাগম অনেক বেশি আড়ংয়ের এই আউটলেটে। সেখানকার বিক্রয়কর্মীরা জানিয়েছেন, গত দুই দিনে ভিড় বেশি ছিল। ভিড় বাড়ছে, তবে ঈদ আয়োজন সম্পর্কে কোনো ফ্লোর ম্যানেজার কথা বলতে রাজি হননি।

রোয়াজা রাইম দুই বোন এসেছেন ঢাকার টোকিও স্কয়ারে। তারা বলেন, শুরুর দিকে এলে ভালো ডিজাইন পাওয়া যায়। শেষের দিকে সাইজ পাওয়াও মুশকিল হয়। এবার একটু দেরি হয়ে গেছে ঈদের কেনাকাটা করতে। আমরা আরো আগেই কিনে ফেলি। কিন্তু আব্বুর একটু ঝামেলা ছিলো তাই এবার দেরি।

দাম বেশি বলে চট করে কিনতে পারছেন না পছন্দ হলেও। আরো ঘুরবেন, আরো দেখবেন। তারপর সিদ্ধান্ত নেবেন বলে জানান এই দুই সহোদর।

তবে নিউমার্কেট ও ফার্মগেটে ফুটপাতের বিক্রেতাদের ভিড়ে ঠিক মতো জিনিস দেখারো যেন উপায় নেই। নি¤œ ও মধ্যম আয়ের হাজারো ক্রেতা সেখানে ভিড় করছেন। অস্থায়ী দোকানের বিক্রেতারা বলছেন, ক্রেতাসমাগম ভালো। শুরুর দিকে ক্রেতা কম থাকলেও এখন ভালো বিক্রি হচ্ছে।

ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণি বিতানগুলো। উপচেপড়া ভিড় পোশাক, জুতাসহ প্রসাধনীর দোকানগুলোতে। মার্কেটের পাশাপাশি ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলোও। রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেট, নূরজাহান মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।

back to top