সহায়-সম্বলহীন মানুষের রাত কেটেছে খোলা মাঠে
পুড়ে যাওয়ার পর কড়াইল বস্তির চিত্র -সংবাদ
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিভিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তির আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে বুধবার (গতকাল) সকাল সাড়ে ৯টায়। আগুনে কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে বস্তি এলাকা ঘুরে দেখা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কেটেছে টিঅ্যান্ডটি মাঠ, খামারবাড়ি মাঠে। বস্তির এক বাসিন্দা জানান, আমাদের অনেকগুলো ঘর পুড়ে গেছে। অন্তত দুই হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে বলে তিনি জানান।
বস্তির অসহায় মানুষদের সাহায্যার্থে অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছে। অনেকেই বিস্তর অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। তবে এতো মানুষের জন্য সহযোগিতা করা অনেক কঠিন বলে এক সহায়তাকারী সাংবাদিকদের জানান। তবু যে সহযোগিতা পেয়েছে অসহায় মানুষগুলো তাও কম নয় বলে বস্তিবাসী অনেকে বলেন।
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর কড়াইল বস্তির আগুন।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জনাতে পেরেছি আনুমানিক ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তের পর জানা যাবে আসলে কতো ঘরবাড়ি পুড়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনটি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট। ওইসময় সড়কে অনেক যানজট ছিল। এরপরে আরও ইউনিট এলেও বড় গাড়িগুলো ঢুকতে পারেনি সরু রাস্তার কারণে। অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়েছে তবে এখানে পৌঁছানোর আগেই আগুন ডেভেলপ স্টেজে চলে যায়। এ কারণে একটু সময় লেগেছে নিয়ন্ত্রণে আনতে।
লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, প্রথমে আমাদের খুবই বেগ পেতে হয়েছে আগুনের সোর্সের কাছে পৌঁছাতে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে দ্রুত আগুন আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেন।
ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ঢাকা শহরে যানজট এর অন্যতম কারণ। বিকেলের দিকে যানজট বেশি ছিল এজন্য তিন-চারটি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয়। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও গাড়িগুলো ঢুকতে পারেনি। এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে।
আগুন নেভানোর কাজ করার সময় দেখা গেছে, যত্রতত্র বিদ্যুতের তার রয়েছে। প্রত্যেক বাসায় গ্যাস সিলিন্ডার। আগুনের সোর্স তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছোটখাটো আহত হয়তো কেউ হতে পারে। পরে জানা যাবে। কত টাকার ক্ষয়ক্ষতি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি, সবগুলো বিষয় তদন্তের পর জানা যাবে।
কড়াইল বস্তিতে প্রতিবছরই আগুন লাগে, ফায়ার সার্ভিসের কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, প্রতি বছর কড়াইল বস্তিতে মহড়া করা হয়।
মহড়ায় দুর্বল পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং আগুন লাগলে সে অনুযায়ী কাজ করা হয়। কোন পদ্ধতিতে ফায়ার ফাইটিং করতে হবে এসব মহড়ায় উঠে আসে। কিছুদিন আগেই এখানে মহড়া শেষ হয়েছে, এজন্য আগুন দ্রুত নেভানো গেছে; অন্যথায় আগুন নেভাতে হয়তো আরও দুই-তিন ঘণ্টা বেশি সময় লাগতো।
আগুন নেভাতে পানির স্বল্পতা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত পানির সাপোর্ট আমরা পেয়েছি। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা এবং ড্রেন থেকেও পানি নেয়া হয়েছে। সামনে শীত আসছে, আগামী দুই মাস আমাদের ভাষায় আগুনের সিজন বলা হয়। অন্য সিজনের চেয়ে এই সিজনে আগুনের ঘটনা বেশি দেখতে পায়।
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে বিপুলসংখ্যক ঘর পুড়ে অনেক পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘কড়াইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সবধরনের সহায়তা নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকা-ের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।’
রাতেই কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তিনি।
অন্যদিকে একের পর এক অগ্নিকা-ের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় সংস্থাটি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সহায়-সম্বলহীন মানুষের রাত কেটেছে খোলা মাঠে
পুড়ে যাওয়ার পর কড়াইল বস্তির চিত্র -সংবাদ
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নিভিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।বুধবার,(২৬ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তির আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে বুধবার (গতকাল) সকাল সাড়ে ৯টায়। আগুনে কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে বস্তি এলাকা ঘুরে দেখা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর রাত কেটেছে টিঅ্যান্ডটি মাঠ, খামারবাড়ি মাঠে। বস্তির এক বাসিন্দা জানান, আমাদের অনেকগুলো ঘর পুড়ে গেছে। অন্তত দুই হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে বলে তিনি জানান।
বস্তির অসহায় মানুষদের সাহায্যার্থে অনেক সাধারণ মানুষ এগিয়ে এসেছে। অনেকেই বিস্তর অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। তবে এতো মানুষের জন্য সহযোগিতা করা অনেক কঠিন বলে এক সহায়তাকারী সাংবাদিকদের জানান। তবু যে সহযোগিতা পেয়েছে অসহায় মানুষগুলো তাও কম নয় বলে বস্তিবাসী অনেকে বলেন।
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে রাজধানীর কড়াইল বস্তির আগুন।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, বস্তিতে বিভিন্নভাবে কথা বলে আমরা জনাতে পেরেছি আনুমানিক ১৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তের পর জানা যাবে আসলে কতো ঘরবাড়ি পুড়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার ৩৫ মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছায় তিনটি স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিট। ওইসময় সড়কে অনেক যানজট ছিল। এরপরে আরও ইউনিট এলেও বড় গাড়িগুলো ঢুকতে পারেনি সরু রাস্তার কারণে। অনেক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়েছে তবে এখানে পৌঁছানোর আগেই আগুন ডেভেলপ স্টেজে চলে যায়। এ কারণে একটু সময় লেগেছে নিয়ন্ত্রণে আনতে।
লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, প্রথমে আমাদের খুবই বেগ পেতে হয়েছে আগুনের সোর্সের কাছে পৌঁছাতে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে দ্রুত আগুন আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেন।
ঘটনাস্থলে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ঢাকা শহরে যানজট এর অন্যতম কারণ। বিকেলের দিকে যানজট বেশি ছিল এজন্য তিন-চারটি স্টেশন থেকে ইউনিটগুলো মুভ করানো হয়। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও গাড়িগুলো ঢুকতে পারেনি। এ কারণে দূর থেকে পাইপ টেনে কাজ করতে হয়েছে।
আগুন নেভানোর কাজ করার সময় দেখা গেছে, যত্রতত্র বিদ্যুতের তার রয়েছে। প্রত্যেক বাসায় গ্যাস সিলিন্ডার। আগুনের সোর্স তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ছোটখাটো আহত হয়তো কেউ হতে পারে। পরে জানা যাবে। কত টাকার ক্ষয়ক্ষতি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি, সবগুলো বিষয় তদন্তের পর জানা যাবে।
কড়াইল বস্তিতে প্রতিবছরই আগুন লাগে, ফায়ার সার্ভিসের কোনো উদ্যোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, প্রতি বছর কড়াইল বস্তিতে মহড়া করা হয়।
মহড়ায় দুর্বল পয়েন্টগুলো নির্ধারণ করা হয় এবং আগুন লাগলে সে অনুযায়ী কাজ করা হয়। কোন পদ্ধতিতে ফায়ার ফাইটিং করতে হবে এসব মহড়ায় উঠে আসে। কিছুদিন আগেই এখানে মহড়া শেষ হয়েছে, এজন্য আগুন দ্রুত নেভানো গেছে; অন্যথায় আগুন নেভাতে হয়তো আরও দুই-তিন ঘণ্টা বেশি সময় লাগতো।
আগুন নেভাতে পানির স্বল্পতা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, পর্যাপ্ত পানির সাপোর্ট আমরা পেয়েছি। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা এবং ড্রেন থেকেও পানি নেয়া হয়েছে। সামনে শীত আসছে, আগামী দুই মাস আমাদের ভাষায় আগুনের সিজন বলা হয়। অন্য সিজনের চেয়ে এই সিজনে আগুনের ঘটনা বেশি দেখতে পায়।
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে বিপুলসংখ্যক ঘর পুড়ে অনেক পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘কড়াইল বস্তির আগুনে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সবধরনের সহায়তা নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকা-ের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।’
রাতেই কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তিনি।
অন্যদিকে একের পর এক অগ্নিকা-ের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় সংস্থাটি।