বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত দুদিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বৃহস্পতিবার রাতেই চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
শুক্রবার,(২৮ নভেম্বর ২০২৫) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে এই তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দলের পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া হয়েছে। নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।’
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন।’ দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার বড় অবদান রয়েছে। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন।’
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে রয়েছে- হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ অন্যান্য অসুস্থতা। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
নয়াপল্টনের এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই দোয়ার আয়োজনে অংশ নেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত দুদিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গতকাল বৃহস্পতিবার রাতেই চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
শুক্রবার,(২৮ নভেম্বর ২০২৫) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে এই তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দলের পক্ষ থেকে সারাদেশের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া হয়েছে। নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।’
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন।’ দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার বড় অবদান রয়েছে। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন।’
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে রয়েছে- হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ অন্যান্য অসুস্থতা। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
নয়াপল্টনের এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই দোয়ার আয়োজনে অংশ নেন।