রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে খসড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এসে অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে, যার ফলে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বকীয়তা রক্ষার দাবিতে এর আগেও আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, খসড়া আইনে এইচএসসি বহাল রাখার কথা উল্লেখ থাকলেও ধীরে ধীরে এটি বাতিল করে দেওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রে করে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিমার্জনের পর অধ্যাদেশ চূড়ান্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে কত সময় লাগবে—সেটি এখনও স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
এমন অনিশ্চয়তার মধ্যেই নতুন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ—২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে রোববার।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে গঠনের কাজ চলছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। তবে কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
প্রস্তাবিত কাঠামোতে সারা দেশের সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতিসহ মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
অন্যদিকে এসব কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা দ্রুত আইনি কাঠামো নিশ্চিত করে যত দ্রুত সম্ভব অধ্যাদেশ জারির পক্ষে অবস্থান নিয়েছেন।
আপনি চাইলে এই নিউজটি আরও রিপোর্টিং স্টাইলে বা মাল্টিপল সাবহেডিং দিয়ে সাজিয়ে দিতে পারি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে খসড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক।
তিনি বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এসে অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে, যার ফলে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।
ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বকীয়তা রক্ষার দাবিতে এর আগেও আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, খসড়া আইনে এইচএসসি বহাল রাখার কথা উল্লেখ থাকলেও ধীরে ধীরে এটি বাতিল করে দেওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রে করে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। পরিমার্জনের পর অধ্যাদেশ চূড়ান্ত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে কত সময় লাগবে—সেটি এখনও স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
এমন অনিশ্চয়তার মধ্যেই নতুন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ—২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে রোববার।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে গঠনের কাজ চলছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। তবে কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
প্রস্তাবিত কাঠামোতে সারা দেশের সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতিসহ মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
অন্যদিকে এসব কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা দ্রুত আইনি কাঠামো নিশ্চিত করে যত দ্রুত সম্ভব অধ্যাদেশ জারির পক্ষে অবস্থান নিয়েছেন।
আপনি চাইলে এই নিউজটি আরও রিপোর্টিং স্টাইলে বা মাল্টিপল সাবহেডিং দিয়ে সাজিয়ে দিতে পারি।