আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও তিন রুটে ঢাকা নগর পরিবহনের ২০০ নতুন বাস নামবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
মেয়র বলেন, ঘাটারচর থেকে রাজধানী ঢাকার ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এগুলো চলাচল করবে।
তিনি আরও জানান, নতুন তিন রুটে ২২ নম্বরে ঘাটারচর থেকে ফার্মগেইট হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার, ২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে শাহবাগ হয়ে চিটাগং রোড এবং ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে সায়েন্স ল্যাব হয়ে কদমতলীর পথে বাস চলবে।
তাপস বলেন, নতুন তিন রুটে অভি মোটরস ৫০টি ও হানিফ এন্টারপ্রাইজ ১০০টি বাস এবং বিআরটিসি ৫০টি ডাবল ডেকার বাস চালু করতে আগ্রহী।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঘাটারচর-কাচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে মেয়র বলেন, ‘ঢাকা নগর পরিবহন ঢাকাবাসীর কাছে সমাদৃত হয়েছে। একটি দুটি বাস কমলো বা বাড়লো, সেটা কিন্তু সাফল্যের নির্ণায়ক নয়। সফলতার বিষয় হচ্ছে। এই যাত্রাপথটি এখনো চালু রয়েছে।
মঙ্গলবার, ২১ জুন ২০২২
আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও তিন রুটে ঢাকা নগর পরিবহনের ২০০ নতুন বাস নামবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
মেয়র বলেন, ঘাটারচর থেকে রাজধানী ঢাকার ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এগুলো চলাচল করবে।
তিনি আরও জানান, নতুন তিন রুটে ২২ নম্বরে ঘাটারচর থেকে ফার্মগেইট হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার, ২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে শাহবাগ হয়ে চিটাগং রোড এবং ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে সায়েন্স ল্যাব হয়ে কদমতলীর পথে বাস চলবে।
তাপস বলেন, নতুন তিন রুটে অভি মোটরস ৫০টি ও হানিফ এন্টারপ্রাইজ ১০০টি বাস এবং বিআরটিসি ৫০টি ডাবল ডেকার বাস চালু করতে আগ্রহী।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঘাটারচর-কাচপুর রুটে বাস কমে যাওয়া প্রসঙ্গে মেয়র বলেন, ‘ঢাকা নগর পরিবহন ঢাকাবাসীর কাছে সমাদৃত হয়েছে। একটি দুটি বাস কমলো বা বাড়লো, সেটা কিন্তু সাফল্যের নির্ণায়ক নয়। সফলতার বিষয় হচ্ছে। এই যাত্রাপথটি এখনো চালু রয়েছে।