বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যা মামলায় আপন আহমেদ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ হত্যায় সরাসরি জড়িত আপন আহমেদ। তিনি যুবদল নেতা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় আমিরুল ইসলাম মোল্লা (৩২) নামে এক কনস্টেবল নিহত হন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।