মাদারীপুরে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকা হতে তাদেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেনÑগোপালগঞ্জ সদর উপজেলার রাহুত পাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে’র ছেলে সজয় দে (২৯), শরীয়তপুর জেলার সখীপুর থানার জালালপুর এলাকার আমির হোসেনের গাছার ছেলে লিটন গাছা (৩০) ও তারাবুনিয়া এলাকার মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে বাসেত চৌকিদার (২৮), রংপুর জেলার বদরগঞ্জ থানার রোস্তামাদ এলাকার মকবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩২)।
মাদারীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা এসআই রায়হান সিদ্দিকী শামীমের নেতৃত্বে অবৈধ মাদক, অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলার ঘটকচর এলাকায় আব্দুর রব হাওলাদারের বাগানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে পুলিশ ডাকাতদলের সদস্যদের ঘিরে ফেলে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে তাদের তল্লাশি করে এসময় তাদের কাছে থেকে ১টি লোহার কাঠার,একটি স্লাই রেঞ্জ,একটি রাম দা,একটি ছ্যান দা উদ্ধার করা হয়।
মাদারীপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত চার জনেই বিভিন্ন জেলায় বাসিন্দা। তারা বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করে। আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি