ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
প্রতিনিধি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৪২ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও অজ্ঞাত হিসেবে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরের দিন রবিবার সকালে এই ঘটনায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আব্দুস সালাম জামালপুর রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতে ৪২ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আব্দুল কাদের। মামলায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ ৪২ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি