প্রতিনিধি,দিরাই (সুনামগঞ্জ)

বুধবার, ২২ নভেম্বর ২০২৩

দিরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

দিরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়

বুধবার, ২২ নভেম্বর ২০২৩
প্রতিনিধি,দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও মকসদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে মন্ত্রণালয় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করছেন প্রধান শিক্ষক। তার ওপর জিম্মি করে নেয়া হচ্ছে কোচিং ফি। কোচিং ফি না দিলে ফরম পূরণ করতে দেয়া হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর এসএসসির ফরম পূরণে কেন্দ্র ফিসহ বোর্ড নির্ধারিত ফি হচ্ছে- মানবিক ও ব্যবসায় শাখায় ২ হাজার ২০ টাকা এবং বিজ্ঞান বিভাগে ২ হাজার ১৪০ টাকা। সরকারি এ নির্দেশনা উপেক্ষা করে মকসুদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণ ফি ২ হাজার ৫০০ টাকা ও কোচিং ফি ১ হাজার ৫০০ টাকা এবং রজনীগঞ্জ স্কুল এন্ড কলেজে ফরম পূরণ বাবদ ২ হাজার ৪০০ টাকা ও কোচিং ফি আরও ১ হাজার টাকা আদায় করা হচ্ছে। দুই স্কুলের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, কোচিং ফি বাধ্যতামূলক দিতে হচ্ছে। অন্যথায় ফরম পূরণ করতে দেয়া হচ্ছে না। অনেক পরীক্ষার্থী কোচিংয়ে অনাগ্রহ দেখালেও কোচিং ফির টাকা বাধ্যতামূলক পরিশোধ করার জন্য বিদ্যালয় থেকে বলা হচ্ছে। কোচিংয়ের টাকা না দিলে ফরম পূরণ করতে দেয়া হচ্ছে না। বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভার মাধ্যমে নির্ধারণ করেছে বলে জানিয়েছেন ওই স্কুলগুলোর প্রধান শিক্ষকরা। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজার রহমান।

নাম প্রকাশ না করার শর্তে মকসুদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, স্কুলের নির্ধারিত ২৫শ টাকা নিয়ে আমার সন্তানের ফরম ফিল আপ করতে যাই। কিন্তু প্রধান শিক্ষক কোচিংয়ের দেড় হাজার টাকা দাবি করেন। আমার এতো টাকা দেবার সামর্থ্য নাই জানিয়ে কোচিংয়ের টাকা পরে দিব বলে কাকুতি-মিনতি করেছি। কাজের কাজ হয়নি। পরে আমার শখের হাঁস, মোরগ বিক্রি করে কোচিংয়ের টাকা দিয়ে ফরম ফিলাপ করিয়েছি।

মকসুদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা রজনীগঞ্জ স্কুলের অধীনে পরীক্ষা দিয়ে থাকে। তাদের নির্দেশনামতে আমরা ফরম ফিল আপ বাবদ ২৪শ টাকা নিচ্ছি। এর বাইরে কোচিং ফি বাবদ আরও ১৫শ টাকা নেয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে রেজাল্ট ভালো করতেই আমরা কোচিং ফি বাধ্যতামূলক নিতেছি। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের ব্যয়ভার সংকুলান হয় না। এজন্যই আমরা কিছু বাড়তি টাকা নিতেছি। এছাড়াও বাধ্যতামূলক কোচিং ফি নেয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা

» দৌলতদিয়ার লিলি: চার বছরেও মেলেনি হদিস, পিবিআইয়ের চার্জশিটে নির্দোষ অভিযুক্তরা