রামপালে রাতের আঁধারে বাসে আগুন, গ্রেপ্তার ১০

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
প্রতিনিধি, বাগেরহাট

বিএনপি আহুত অবরোধ কর্মসুচী চলাকালে বাগেরহাটের রামপাল উপজেলায় রাস্তার পাশে রাখা একটি যাত্রীবহনকারী বাসে রাতে অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি দলীয় ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গত বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ বাগেরহাট আদালতে প্রেরন করেছে। গ্রেপ্তারকৃত ১০ জনের মধ্যে ৮ জন বিএনপি নেতা-কর্মী। অপর আসামিদেরকেও আটকের চেষ্টা চলছে। জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে রামপালের ফয়লাহাট এলাকায় রাস্তায় পাশে রাখা একটি বাসে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাসের মালিক খুলনার রূপসার সাইফুল ইসলাম বাদী হয়ে গত বুধবার রাতে রামপাল থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে বাসে অগ্নি-সংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত গাজী আব্দুল জব্বারের ছেলে গাজী মুজিবর রহমান, তালবুনিয়া গ্রামের মোজাফফর শেখের ছেলে ইব্রাহিম শেখ, শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের ছেলে মো. হেমায়েত শেখ, একই গ্রামের ওসমান গনি মুন্সির ছেলে মো. মোস্তফা মুন্সী, কুমলাই গ্রামের শাহিন শেখের ছেলে আল মুসাব্বির ওরফে সাব্বির, হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান, সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল, কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. এসকেন্দার শেখ, ধলদাহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মাহাতাব মোড়ল ও সন্তোষপুর গ্রামের আ. মজিদ শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি