২৮ অক্টোবর থেকে ২৬৭টি অগ্নিসংযোগ
বিএনপিরসহ সমমনা দলগুলোর দশম দফা অবরোধ চলাকালে গত ৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর দুপুর পর্যন্ত ১৩টি যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ পুড়ে গেছে।
এর মধ্যে ঢাকা শহরে ৭টি, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি, সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে আগুন দেয়া হয়েছে।
এসব ঘটনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোড়ে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়। এর আগে গত বুধবার রাতে একই এলাকায় আরেকটি বাসেও আগুন দেয়া হয়।
এর আগে গত বুধবার গভীররাতে কাভার্ডভ্যানে আগুন দেয়া হয় ফেনীর ছাগলনাইয়ার মোড়ে রেজুমিয়া ব্রিজে। একই রাতে ট্রাকে আগুন দেয়া হয় আগারগাঁও এলাকায় এডিবি ব্যাংকের সামনে। ওই রাতেই একটি পিকআপে আগুন দেয়ারও ঘটনা ঘটে। উত্তর বাড্ডায় প্রগতি সরণি রোডে আগুন দেয়া হয় আরেকটি বাসে।
পুলিশ ও র্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে, প্রতিটি অগ্নিকান্ড ও নাশকতার ঘটনায় সিসি টিভির ভিডিও ফুটেজ দেশে আসামি দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে অগ্নিসন্ত্রাসের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তি ও ভিডিও ফুটেজ দেশে পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আগুন সন্ত্রাস ঠেকাতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কগুলোতে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, নাশকতা ঠেতাতে রেলপথসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৬৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
২৮ অক্টোবর থেকে ২৬৭টি অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
বিএনপিরসহ সমমনা দলগুলোর দশম দফা অবরোধ চলাকালে গত ৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর দুপুর পর্যন্ত ১৩টি যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ পুড়ে গেছে।
এর মধ্যে ঢাকা শহরে ৭টি, গাজীপুরে ২টি, চট্টগ্রামে ৩টি, সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে আগুন দেয়া হয়েছে।
এসব ঘটনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের কালুরঘাটে সিএমবি মোড়ে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়। এর আগে গত বুধবার রাতে একই এলাকায় আরেকটি বাসেও আগুন দেয়া হয়।
এর আগে গত বুধবার গভীররাতে কাভার্ডভ্যানে আগুন দেয়া হয় ফেনীর ছাগলনাইয়ার মোড়ে রেজুমিয়া ব্রিজে। একই রাতে ট্রাকে আগুন দেয়া হয় আগারগাঁও এলাকায় এডিবি ব্যাংকের সামনে। ওই রাতেই একটি পিকআপে আগুন দেয়ারও ঘটনা ঘটে। উত্তর বাড্ডায় প্রগতি সরণি রোডে আগুন দেয়া হয় আরেকটি বাসে।
পুলিশ ও র্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে, প্রতিটি অগ্নিকান্ড ও নাশকতার ঘটনায় সিসি টিভির ভিডিও ফুটেজ দেশে আসামি দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে অগ্নিসন্ত্রাসের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তি ও ভিডিও ফুটেজ দেশে পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আগুন সন্ত্রাস ঠেকাতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সড়ক, মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কগুলোতে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
সূত্র জানায়, নাশকতা ঠেতাতে রেলপথসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৬৭টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।