মাদারীপুরে একটি পরিত্যক্ত ভিটার জঙ্গলে থেকে অজ্ঞাতনামা (৪০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খাগদী এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন, বেলা ১১ টার দিকে খাগদী এলাকার মোশারফ হোসেন খানের একটি পরিত্যক্ত ভিটের জঙ্গলে এক মহিলার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত লাশটি একজন হিন্দু মহিলা। লাশের সিঁথিতে সিঁদুর ছিল। হাতে শাখাও পাওয়া গেছে। এছাড়া মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, অজ্ঞাতনামা এই মহিলাকে কেউ হত্যা করে লাশটি এই স্থানে ফেলে যায়। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’ ঘটনার পরপরই মাদারীপুর সিআইডির একটি দল হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে মাদারীপুর সিআইডির পরিদর্শক মনজুর হোসেন বলেন, ‘আমরা ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে ছায়াতদন্ত শুরু করেছি। লাশের আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি, খুব শীঘ্রই লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকান্ডের আসল রহস্য বের করতে পারবো।
সোমবার, ২৯ মে ২০২৩
মাদারীপুরে একটি পরিত্যক্ত ভিটার জঙ্গলে থেকে অজ্ঞাতনামা (৪০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খাগদী এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন, বেলা ১১ টার দিকে খাগদী এলাকার মোশারফ হোসেন খানের একটি পরিত্যক্ত ভিটের জঙ্গলে এক মহিলার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত লাশটি একজন হিন্দু মহিলা। লাশের সিঁথিতে সিঁদুর ছিল। হাতে শাখাও পাওয়া গেছে। এছাড়া মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, অজ্ঞাতনামা এই মহিলাকে কেউ হত্যা করে লাশটি এই স্থানে ফেলে যায়। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’ ঘটনার পরপরই মাদারীপুর সিআইডির একটি দল হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে মাদারীপুর সিআইডির পরিদর্শক মনজুর হোসেন বলেন, ‘আমরা ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে ছায়াতদন্ত শুরু করেছি। লাশের আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি, খুব শীঘ্রই লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকান্ডের আসল রহস্য বের করতে পারবো।