নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে হত্যার পর রিকশাটি নিয়ে পালিয়ে যায়। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে হাড়িয়া এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী (৪৮) সোমবার সকালে জীবিকা নির্বাহের জন্য ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়। বিকেলের দিকে বৈদ্যেরবাজার ইউপির হাড়িয়া এলাকার রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশের মাধ্যমে সংবাদ পায় নিহতের পরিবার। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, সংসারের একমাত্র উপার্জনকারি তার স্বামী অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার স্বামীকে হত্যা করায় পরিবার এখন পথে বসে গেছে। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসীন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী বেশে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়েছে।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম