মানবপাচার আইনে মিরপুর মডেল থানার এক মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এদিন মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম। মিল্টনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান আইনজীবী আব্দুস ছালাম সিকদার। শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন বাতিল করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে জাল মৃত্যুসনদের মামলায় ২ মে মিল্টন সমাদ্দারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার, ০৫ মে ২০২৪
মানবপাচার আইনে মিরপুর মডেল থানার এক মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এদিন মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম। মিল্টনের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান আইনজীবী আব্দুস ছালাম সিকদার। শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন বাতিল করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে জাল মৃত্যুসনদের মামলায় ২ মে মিল্টন সমাদ্দারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।