গোবিন্দগঞ্জে নির্যাতন করে গৃহবধূর মাথার চুল কেটে দিয়েছে প্রতিপক্ষ, ৩জন গ্রেফতার

মঙ্গলবার, ১৪ মে ২০২৪
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরপুরুষের সঙ্গে রাত কাটানোর অভিযোগ এনে ছকিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে নির্যাতন করে বিদ্যুৎ পোলের সাথে বেঁধে মাথার চুল কেটে দিয়েছে তার প্রতিপক্ষ। বাড়ী থেকে তাড়ানোর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে তার প্রতিবেশী প্রতিপক্ষ এ ঘটনা ঘটায়। ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

থানায় দায়ের করা এজাহারে জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখাল বুরুজ পচারিয়া দক্ষিণপাড়া গ্রামের ছকিনা বেগম (৩৫) নামের ওই নির্যাতিতা গৃহবধূ তার বাকপ্রতিবদ্বি স্বামীর সাথে ঢাকায় থাকতেন। অসুস্থতার কারণে ৩ সপ্তাহ ধরে তারা স্বপরিবারে গ্রামের বাড়ীতে আসেন।পারিবারিক কারণে প্রতিপক্ষ তাকে বাড়ী থেকে তাড়ানোর উদ্যেশে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার (১২ মে) রাতে ব্যস্ত থাকার সুযোগে কৌশলে একই গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র মোনারুল ইসলাম ঘরে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকে। এরপর সে ঘরে ঢুকলে মোনারুল তার কাপড় টানা হেচড়া করে বিবস্ত্র করে এবং শ্লীলতাহানি করে। এসময় পরিকল্পনা অনুযায়ি পতিপক্ষের লোকজন এগিয়ে এলে মোনারুল পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ছকিনা তাকে ঝাপটে ধরলে পরিকল্পনা অনুযায়ি মোনারুলকে ওই লোকজন ছিনিয়ে নিয়ে যায়। এরপর পতিপক্ষের লোকজন পরপুরুষ ঘরে ঢোকানোর অপবাদ দিয়ে ছকিনােেক একটি বিদ্যুৎ পোলের সাথে বেঁধে মারপিট করে এবং তার মাথার চুল কেটে দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ব্যাপারে মোনারুলসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ব্যপারে থানায় একটি মামলা দয়ের হয়েছে। অভিযান চালিয়ে আলিমের স্ত্রী চামেলী বেগম (৪০), ছাত্তার আলী, শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি