image

এমপি আজিম হত্যা: ভারতে গ্রেপ্তার সেই ‘কসাই’ দেড় বছর ধরে এলাকায় পলাতক

জেলা বার্তা পরিবেশক, খুলনা

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় ভারতে গ্রেপ্তার খুলনার জিহাদ হাওলাদার প্রায় দেড় বছর ধরে তার গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়ার বারাকপুর এলাকা থেকে পলাতক।তবে এলাকার লোকজন জানেন যে,সে ভারতে রঙের কাজ করে।

ভারতের পুলিশ বলছে, জিহাদ দীর্ঘদিন থেকে ভারতে ‘কসাইয়ের’ কাজ করে। ২৪ বছর বয়সি জিহাদের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে।

তার পরিবারের দাবি, প্রায় দেড় বছর ধরে জিহাদ ভারতে পলাতক এবং সেখানে তিনি রঙের কাজ করে।

আজ শুক্রবার সরেজমিনে জিদাহের খুলনার দিঘলিয়ার বারাকপুরের বাড়িতে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

এলাকাবাসী জানান, গণমাধ্যমের মাধ্যমে জিহাদের পরিবার ও তারা জানতে পারেন যে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার সাথে জিহাদ জড়িত।

তার বাবার নাম জয়নাল হাওলাদার। জিহাদরা চার ভাই, এদের মধ্যে জিহাদ সবার ছোট। জিহাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। একটি হত্যা মামলার পর থেকে সে পলাতক রয়েছে। এলাকায় শান্ত স্বভাবেরই ছিল জিহাদ। কিন্তু হঠাৎ করেই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সে।

এ নিয়ে জানতে চাইলে জিহাদের স্ত্রী বলেন, জিহাদ বাড়িতে নেই প্রায় দেড় বছরের মতো। আমার সেজো ভাশুরের যশোরে কি যেন একটা সমস্যা হয়েছিল। সেই ঘটনার পর আমার ভাশুরের সঙ্গে সেও (জিহাদ) চলে যায়। এরপর কই গেছে তা আর জানি না।

তিনি (জিহাদের স্ত্রী) জানান, ৯ মাস আগে একবার ফোন করেছিল, দুই মিনিট কথা হয়েছে। ছেলেটা কেমন আছে সেটা শুধু জিজ্ঞেস করেছে। তখন সে ভারতে রঙের কাজ করছে বলে জানান। তারপরে আমার সাথে আর যোগাযোগ নাই।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান জিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার । কলকাতা পুলিশ বুধবার জানায়, এমপি আনার খুন হয়েছেন।

এ ঘটনার পর জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। তারা জানিয়েছে, জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়ার বারাকপুর গ্রামে। তবে জিহাদ বসবাস করতেন ভারতের মুম্বাই শহরে। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন তিনি।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি