হবিগঞ্জের বাহুবলে সেনা সদস্য পরিচয় দিয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে তিনটি মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন তিনজন যুবক।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন আবদুল ওয়াহিদ (২৮) পিতা-আব্দুস ছোবহান গ্রাম- সাতগাঁও, রাহেল মিয়া (২৩) পিতা-কাইয়ূম মিয়া, গ্রাম সাতগাঁও, নাঈম মিয়া (২৭), পিতা-আতিক উল্লাহ, গ্রাম-সাতগাঁও তাদের সবাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।